ভালো আছেন আত্মহত্যা করতে যাওয়া হেয়ার স্টাইলিস্ট, থ্রেট কালচার নিয়ে সরব ভাস্বর-তথাগত
2 মিনিটে পড়ুন Updated: 22 Sep 2024, 10:33 PM IST⛦'কারও বাপের সম্෴পত্তি নয়, তবে…' হাসপাতাল থেকে কেশসজ্জা শিল্পী ফিরতেই কী নিয়ে প্রশ্ন তুললেন তথাগত-ভাস্বরর
⛦'কারও বাপের সম্෴পত্তি নয়, তবে…' হাসপাতাল থেকে কেশসজ্জা শিল্পী ফিরতেই কী নিয়ে প্রশ্ন তুললেন তথাগত-ভাস্বরর
গত শনিবার ২১ সেপ্টেম্বর আত্মহত্যার চেষ্টা করেন টলিউডের এক কেশসজ্জা শিল্পী। তিনি জানান গিল্ড তাঁকে কাজ দিচ্ছিল না, হেনস্থা করছিল। অভাব অনটন সইতে 🌱না পেরে এমন পথ বেছে নিয়েছেন। এদিন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। এরপরই গিল্ডের অবস্থান ♋নিয়ে প্রশ্ন তোলেন তথাগত মুখোপাধ্যায় এবং ভাস্বর চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: কার্যত লটারি মুম্বইয়ে কোল্ডপ্লে কনসার্টের টিকিট! রিসেলি🔯ং সাইটে বিক্রি ✅হচ্ছে ১২ লাখ টাকায়
ভাস্বর চট্টোপাধ্যায় এদিন আত্মহত্যা চেষ্টাকারী কেশসজ্জা শি🍌ল্পীর পাশে দাঁড়িয়েই প্রশ্ন তুলে লেখেন, 'ওকে সাসপেন্ড করা হয়েছিল কারণ সে প্রশ্ন করেছিল কেন হেয়ার ড্রেসার গিল্ডে ভোট হল না এবং একই পদে সবাই বহাল রইল। তাই তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়। এই তিন মাস ফ্ল্যাটের বাইশ হাজার টাকা EMI সে গয়না বিক্রি করে দেয়। এরপর সাসপেনশন ওঠে কিন্তু সে কাজ পায় না। তনু পায়ে ধরে যারা হেয়ার ড্রেসার গিল্ডের বিশিষ্ট পদে আছেন তাদের, হ্যাঁ ঠিক শুনলেন তাঁদের পায়ে ধরে এবং কান্নাকাটি করে বলে কাজ না দিলে সে মারা যাবে। এই কদিন আগে একটা মেগা সিরিয়ালে কাজ কনফার্ম করেও তারপর জানানো হয় তাকে বাদ দেওয়া হল। সহ্য করতে না পেরে সে আত্মহত্যার কথা ভাবে।' তিনি এদিন আরও লেখেন, 'ও আমাদের সহকর্মী, তাই আমার এত কথা লেখা। চাইলে আমার কি বলে এড়িয়ে যেতে পারতাম না? কিন্তু ভাবলাম কাজ তো কারও বাপের সম্পত্তি নয় তাহলে কাজ কেড়ে নেওয়🔴া হবে কেন?'
এদিন তাঁর কথাকে সমর𝔉্থন করেন তথাগত মুখোপাধ্যায়ও। তিনি ভাস্বরের পোস্ট শেয়ার করে লেখেন, 'প্রশ্ন করা যাবে,প্রতিটা প্রশ্নের শাস্তি এক। পড়ুন, জানুন, কি পরিমাণ অসভ্যতা ꩵএবং নির্লজ্জতা গ্রাস করেছে আমাদের, তাও আমরা মেনে নেওয়া প্র্যাক্টিস করে যাচ্ছি।'
এদিন কেশসজ্জা শিল্পী আত্মহত্যা করার আগে তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তাও দেন। সেখানেই ত🤡িনি জানান যে তিনি একটি অন্যায় করায় তাঁকে ৩ মাস সাসপেন্ড করা হয়। তিনি সেটা মেনেও নেন। এই ৩ মাসে তাঁর অনেক দেনা হওয়ায় অসুস্থ বরের চিকিৎসা এবং মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি বাইরে কাজ শুরু করেন। কিন্তু তাঁকে সেই কাজ করতে দেওয়া হয়নি। বলা হয় গিল্ড থেকে যা দেওয়া হবে সেই কাজ করতে হবে। এমন অবস্থায় তিনি আত্মহত্যা করতে যান বলেই জানান।
আরও পড়ুন: ไশৌচাগা🍒রের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
সুদীপ্তা চক্রবর্তীই শনিবার প্রথম সেই শিল্পীর আত্মহত্যার কথা জানিয়েছিলেন। রবিবার তিনিই 🦩আবার জানান যে সেই শিল্পী বাড়ি ফিরেছেন। আপডেট দিয়ে অভিনেত্রী লেখেন, 'অনেকেই জানতে চাইছেন, তাই জানাচ্ছি ওকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু গত তিন/চার মাসের যে ঘটনাবলী এবং গতকালকের যে ঘটনা, তাতে ও যে পরিমাণ মানসিক আঘাত পেয়েছে, তার থেকে বেরোতে ওর খানিকটা সময় লাগবে, আমার ধারণা। হাসপাতাল থেকেও সেই মানসিক আঘাতের (trauma) জন্য নিয়মিত কাউন্সেলিং এর পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রাত দুটো থেকে চেষ্টা করার পর শেষমেশ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ওর পরিবার FIR -এর কপি হাতে পেয়েছে। আশা করি এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং যে বা যারা ওকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিল, আইনানুগ তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হবে। অনেকেই ওকে আর্থিক সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি যতদূর ওকে চিনি, ও হাত পেতে টাকার সাহায্য নেবার মেয়ে নয়। তবুও, ও আরেকটু সুস্থ হলে আমি চেষ্টা করব এই বিষয়ে ওর সঙ্গে কথা বলার। এখন শুধু চাই ও দ্রুত সুস্থ হোক এবং কাজে ফিরুক। কাজ করে রোজগার করেই ও সমস্ত ধারদেনা শোধ করুক ধীরে ধীরে। আমরা সবাই ওর পাশে আছি।'