অজয় দেবগন এবং তাবু অভিনীত ‘ভোলা’ বক্স অফিসে মুক্তি পায় ৩০ মার্চ বৃহস্পতিবার। প্রথম দিনে ঠিকঠাক ব্যবসা করলেও দ্꧑বিতীয় দিনে দর্শক টানতে ব্যর্থ এই ছবি। ভোলা তার প্রথম দিনে ১১.২০ কোটি আয় করেছে, কিন্তু দ্বিতীয় দিনে আয় মাত্র ৭.৪০ কোটি। দুই দিনের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮.৬০ কোটি টাকা।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, শুক্রবার প্রেক্ষাগৃহে ♔ছবিটি ১১.০২% দখলে ছিল। সিনেমার রিভিউ এত ইতিবাচক হওয়া সত্ত্বেও, দ্বিতীয় দিনে জাতীয় চেইনে ড্রপ হয়েছে প্রায় ৩৫%।
যদিও শুক্রবার ছিল কাজের দিন সঙ্গে আইপিএলের উদ্বোওধন। সব মিলিয়ে মানুষ হলমুখী হয়তো কম হয়েছেন। শনি-রবিবা💛রে ব্যবসা বাড়ার সম্ভাবনাই রয়েছে। কারণ গড়ে এই ছবির রেটিং ৩+।
ছবিটির দ্বিতীয় দিনের আয় ভাগ করে নিয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘#ভোলা ২য় দিনে পিছলে গেল… যেহেতু বৃহস্পতিবার ছিল #রামনবমী ছুটির দিন, যেখানে শুক্রবার ছিল কাজের দিন... বৃহস্পতি 11.20 cr, শুক্র 7.40 কোটি। মোট: ₹ 18.60 কোটি। #ভারত বিজ।’
আরেক টুইটে তিনি লেখেন, ‘ভোলাকে শনি আর রবিবারে হারিয়ে যাওয়া জমিকে ফিরিয়ে আনতে হবে… শনিবারে ব্যবসা আরও বাড়া উচিত, যা সিনেমাকে এগোতে সাহায্য করবে। তবে পবিত্র রমজান মাস (অনেক সিনেমা দেখতে য💝াওয়া মানুষই হলে যাওয়া থেকে বিরত থাকেন) ও আইপিএলের বাধা অতিক্রম করতে হবে। তবে সিনেমা একবার টিকে গেলেই এই সপ্তাহান্তের পর শুরু হবে ছুটির মরশুম (গরমের ছুটি), যা ইতিবাচক।’
অজয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে দৃশ্যম ২ বক্স অফিসে ২০০ কোটিরও বেশি আয় করেছে। সেই হিসেবে ভোলা নিয়ে প্রত্যাশা ছিল মারাত্মক। কিন্তু ভোলা-র অভিনয় দেখে অনেকেই শিবায়ের সঙ্গে তুলনা করছেন🤡। যেটি অজয় নিজেই পরিচালনা করেছিলেন। ছিলেন মুখ্য চরিত্রেও। শিবায় মুক্তির দিনে সংগ্রহ করে ১০.২৪ কোটি। শেষ পর্যন্ত ছ🐎বিখানার মোট আয় গিয়ে দাঁড়িয়েছিল ১০০ কোটি।। শিবায় করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর বিপরীতে মুক্তি পেয়েছিল।
ভোলাকে বক্স অফিসে মুখোমুখি হতে হয়েছে নানি-ꦏর ‘দশরা’ ছবির। যা প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। প্রথম দিনে এই ছবি বিশ্বব্যপী আয় করেছে ৩৮ কোটি। যার ফলে তেলেগু ভাষায় নির্মিত এই ছবিটিকে ২০২২ সালের অন্𝓰যতম করে তুলেছে।
তবে মনে করা হবে, সপ্তাহান্তে ছবির ব্যবসা আরও বাড়বে। লোকেশ কানাগরাজের কাইথির হিন্দি রিমেক ‘ভোলা’। ছবির পরিচালনার দায়িত্বও সামলেছেন কাজলের বর। পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি,♒ এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)। তিনটেই ব্যর্থ বক্স অফিসে। তাই ভোলা-র সাফল্য পাওয়া, অন্তত ১০০ কোটির ঘর পেরিয়ে যাওয়া বেশ দরকারি (যা করোনা পরবর্তী বক্স অফিসের নিরিখে ভালো ব্যবসা বলে মনে করা হয়)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )