অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে দেশজুড়ে সোমবার ছিল মহোৎসব। দীর্ঘ ১১ দিন অন্ন গ্রহণ না করে, ২২ জানুয়ারি রামলালা-র বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের সাক্ষী হতে অযোধ্যায় হাজির ছিলেন সিনেমার দুনিয়ার রথী-মহারথীরা। গিয়েছিলেন Big B অমিতাভ বচ্চন। অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিয়ময়ের সময় অমিতাভকে দেখে ক🀅য়েক মিনিট থমকে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এবার Big Bর সঙ্গে তাঁর আরও একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট কর🉐েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথের পোস্টে দেখা যাচ্ছে, তিনি বিগ বি অমিতাভের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন। সৌজন্য বিনিময় হয় তাঁদের, দুজনের মুখেই তখন ছিল হাসি। পরের ছবিতেই আদিত্যনাথের হাত ধর༺ে হাসিমুখে দেখা যায় অভিষেক বচ্চনকে। তৃতীয় ছবিতে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে দেখা যায় আদিত্যনাথকে। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ছবিগুলি পোস্ট করে আদিত্যনাথ লেখেন, ‘সবকো রাম রাম, আপ সভী কে উপর প্রভু শ্রীরামকি কৃপা বনী রহে (সবাইকে বলি রাম রাম, আপনাদের সকলের উপর প্রভু শীরামের কৃপা বজায় থাকুক’।
আরও পড়ুন-গুরুতর অসুস্থ , নিউরো ICU-তে রয়েছেন বাংলাদেশের পরিচালক মোস✱্তফা সরয়া🔜র ফারুকী
আরও পড়ুন-হাসপাতালে ভর্তি, ♛কনুইয়ের অস্ত্রোপচার, অনেকেই যখন উদ্বিগ্ন তখন চোট নিয়ে একী কথা বললেন সইফ!
শারীরিক কারণে আজকাল সাধারণত খুব কমই কোনও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। তবে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে না গিয়ে পারেননি তিনি। সাদা ধুতি, কুর্তা, শাল ও শ্রীরাম লেখা লাল উত্তরীয়তে দেখা যায় অমিতাভকে। অযোধ্যার রামমন্দিরের ভিতরের রামল🎉ালার মূর্তির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে ছবি তোলেন বিগ বি। সেই ছবি নিজের পোস্ট করে সুপারস্টার লেখেন, ‘জয় শিয়া রাম’।
এদিকে অমিতাভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য বিনিময়ের ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে শেয়ার করা হয়েছে। তাতে দেখা যায়, অমিতাভ বচ্চনকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ান মোদী। নিজের হাতে চাপড় মেরে অমিতাভের উদ্দেশে কিছু বলেন, পালটা জবাব দেন বিগ বি-ও। ধারণা করা যায়, হ🐻াতের অস্ত্রোপচার নিয়েই অমিতাভকে প্রশ্ন করেন মোদী। কিছুদিন আগে হাতের অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তবে সেবিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। অমিতাভ পুত্র অভিষেককে দেখেও অভিবাদন জানিয়েছিলেন মোদী।