২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় বড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার থেকে দেশ ছাড়ার জন্য আগে থেকে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, জ্যাকলিনকে জানিয়ে দিল দিল্লির একটি আদালত। এখন থেকে জ্যাকলিনকে দেশ ছাড়ার জন্য তিনদিন আগে জানালেই চলবে💧 বলে জানিয়ে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
এর আগে জ্যাকলিনকে বিদেশ ভ্রমণের জন্য জ্যাকলিনকে আগে থেকে আদালতের অনুমতি নিতে হত। আদালত জানিয়েছে, যে জ্যাকুলিন ফার্নান্ডেজ তাঁর জামিনের শর্তের অপব্যবহার করেননি। আদালত উল্লেখ করেছে, ‘এখনও পর্যন্ত জ্যাকলিনের জামিনের কไোনো শর্🅘ত লঙ্ঘনের কোনো উদাহরণ কখনোই পাওয়া যায়নি।’
আদালতের তরফে জানানো হয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেদ, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এ♚কজন অভিনেতা। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ঘন ঘন বিদেশ ভ্রমণ করতে হয়। নচেৎ তাঁর পেশাদার সুযোগগুলি হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এবার থেকে জ্যাকলিন স্বল্প নোটিশেই দেশ ছাড়তে পারবেন। দেশ ছাড়ার আগে পূর্বানুমতি নেওয়া অভিনেত্রী হিসাবে তাঁর কাছে অনেকটাই সমস্যার হয়ে ওঠে। এক্ষেত্রে তাঁকে বহুকাজ হারাতে হতে পারে।&n♛bsp;
এখন থেকে একবার তিনি আদালতে বিদেশ ভ্রমণের বিষয়ে জানালে, অভিনেত❀্রীকে তাঁর পাসপোর্ট সঙ্গে সঙ্গেই ফেরত দেওয়া হবে পরিবর্তে ৫০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট রসিদ (FDR) তাঁকে জমা রাখতে হবে। বিদেশ থেকে ফেরার পর তাঁকে আবারও সঙ্গে সঙ্গে আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে, পরিবর্তে আদালত তাঁকে ৫০ লক্ষ টাকার FDR ফেরত দেবে।
প্রসঙ্গত ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ২০২২এর ১৫ নভেম্বর জামিন পেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জামিনের শর্ত ছিল জ্যাকলিন দেশ ছাড়লে আদালতকে আগাম জানাবেন। সম্প্রতি সেই শর্তই শিথিল করার জন্য আদালতে আবেদন করেন জ্যাকলিন। জ্যাকলিন CrPC এর ৪৩৯(১)(বি) ধারার এর অধীনে জামিনের শর্ত শিথিলের জন্য আবেদন করেন। কারণ হিসাবে জানান, তাঁকে পেশার স্বার্থে প্রায়ই বিদেশ ভ্রমণ করতে হয়। যদিও ED-র তরফে𓂃 জ্য়াকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়।