করোনা সংকটে জারি লকডাউন, এর মাঝেই সাত পাকে বাঁধা পড়লেন রিয়ালিটি টেলিভিশন তারকা আশুতোষ কৌশিক। বিগ বস সিজন টু এবং রোডিজ সিজন ৫-এর বিজয়ী আশুতোষ রবিবার নয়ডা স্থিত বাড়ির ছাদেই গাঁটছড়া🍒 বাঁধলেন। নয়ডার সেক্টর ১০০ বাসিন্দা আশুতোষ। বান্ধবী অর্পিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি💟।
না কোনও জমায়েত নয়, লকডাউনের নিয়ম মেনেই বিয়ে করেছেন আশুতোষ। তাঁর বিয়েতে পুরোহিত ছাড়া উপস্থিত ছিল পর🌱িবারের চার-পাঁচজন সদস্য। ছিলেন আশুতোষের মা ও বোন এবং অর্পিতার মা ও ভাই। বিয়ের অনুষ্ঠান⛎ের যাবতীয় টাকা প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে দান করেছেন আশুতোষ। যদিও সেই পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য মেলেনি।
ফღেসবুকে বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন আশুতোষ, যেখানে তাঁদের সাত পাক ঘোরার দৃশ্য লেন্সবন্দী হয়েছে। দেখা গেল মুখে মাস্ক, হাতে গ্লাভস পরেই অগ্🅠নিকুন্ডের সামনে বিয়ের মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত। সাদা শার্ট এবং নীল ট্রাউসারেই বিয়ে সেরে নিলেন বিগ বসের এই প্রাক্তন বিজয়ী। লাল লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন স্ত্রী অর্পিতা।
'বিয়ে তো একদম ব্যক্তিগত ব্যাপার, সেখানে অযথা ভিড় বাড়িয়ে এমনিতেও লাভ নেই। নাচ-গান, ঢোল না বাজালেও চলে। বিয়ের জাঁকজমকে অতিরিক্ত পয়সা খরচটা এমনিতেই আমা🤪র পছন্দ নয়।', টেলি-𒐪টককে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন আশুতোষ।
বিগ বস এবং রোডিজ ছাড়া কিসমত লাভ পয়সা দিল্লি, শর্টকাট রোমিও, জিলা꧂ গাজিয়াবাদের মতো বলিউড ফিল্মেও অভিনয় করেছেন আশুতোষ কৌশিক।
লকডাউনের সময় বিয়ের পর্ব সেরেছেন অপর এক টেলিভিশন কপলও। ১৫ মার্চ বিয়ের দিন নির্দিষ্ট ছিল পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মার।তবে আইন𒊎ি মতে আগেই বিয়ে সেরেছিলেন তাঁরা। তাই পরিবারের আর্শীবাদ নিয়ে এইদি🍷ন থেকেই নতুন জীবন শুরু করেন এই দম্পতি। বিয়ের অনুষ্ঠানের টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন এই জুটিও।