চল♍ছে Bigg Boss OTT-3। শো চলার সঙ্গেই চলছে বহিষ্কার পর্ব। নীরজ গোয়াত, পায়েল মালিকের পর এখন পৌলমী দাস। সহ-প্রতিযোগী লাভ কাটারিয়ার সিদ্ধান্তের কার꧂ণেই নাকি সপ্তাহের মাঝখানে বহিষ্কৃত হতে হয়েছে পৌলমীকে।
পৌলমী কেন বহিষ্কৃত?
নায়েজি, চন্দ্রিকা দীক্𓆏ষিত ওরফে বড়াপাও গার্ল, মুণীশা খাটওয়ানি, শিবানী কুমারী, বিশাল পাণ্ডে এবং পৌলমী দাস এই ৬ পꦏ্রতিযোগীকে উচ্ছেদের জন্য মনোনীত করা হয়। তবে Bigg Boss এলিমিনেশনের সময় যে ছয়জন প্রতিযোগীর মধ্যে চারজন নিরাপদ অঞ্চলে ছিলেন, তাঁদের মধ্যে পৌলমী ও মুণীশা ছিলেন না। 'বাহারওয়ালা' লাভ কাটারিয়াকে এক বিগ বস তাঁদের একজনকে ডেঞ্জার জোন থেকে বাঁচাতে বলেন। তিনি মুণীশাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন ফলে পৌলমীকে বহিষ্কৃত হতে হয়।
নেটপাড়ার প্রতিক্রিয়া
এদিকে পৌলমী দাস বিগ বস থেকে বাদ পড়ার কারণে, তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যক্তি X-এ লেখেন, ‘আজ পর্যন্ত এতগ😼ুলি এলিমিনেশনের একটাও সঠিকভাবে হয়নি। দীপক, মুণীশা, বড়া পাও গার্লের থেকেও পৌলমী বেশি যোগ্য।’ আরও একজন লেখেন, ‘পৌলমী শক্তিশালী ছিলেন. বিগ বস এবং অন্যদের বিরুদ্ধে তাঁর কথা বলার সাহস আছে। আর তাই তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়।’
কারোর দাবি,🎃 ‘পায়েল ও নীরজের পরিবর্তে মুণীশা ও দীপকের শো থেকে বেরিয়ে যাওয়া উচিত।’  🧸;আরও একজন লিখেছেন, 'পৌলমী বিগ বসের বিরুদ্ধে ছিলেন, তাই তাঁকে শো থেকে সরানো হল।' কারোর কথায়, ‘পৌলোমীর দারুণ সম্ভাবনা ছিল, এই নির্মাতারা সবসময় সেলিব্রিটি প্রতিযোগীদের টার্গেট করার চেষ্টা করেন এবং সবসময় শিবানী, চন্দ্রিকার মতো পাগলাটে প্রতিযোগীদের উজ্জীবিত করেন।’ আরও একজনের কথায়, সানা সুলতান, সানা মকবুল, কৃতিকা মালিক, চন্দ্রিকা দীক্ষিত, বিশাল পাণ্ডে, কাটারিয়ার থেকে পৌলমী বেশি যোগ্য। আমি ব্যক্তিগতভাবে সানা সুলতানকে পছন্দ কি। তবে পৌলমীর সবকিছুতে স্পষ্ট বক্তব্য রয়েছে। উনি বাস্তববাদী।'
বিগ বস ওটিটি ৩
এর আগে 'বিগ বস'-এর প্রতিযোগী 'বড়া পাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিতকে পৌলমী জিগ্গেস কর൲েছিলেন, এই অনুষ্ঠানে প্রতিযোগী হওয়ার তাঁর ঠিক কী যোগ্যতা রয়েছে?🦩 এ ধরনের ব্যক্তিগত খোঁচা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করে পৌলমীকে ধমক দিয়েছিলেন অনিল কাপুর।
এরপরই পাল্টা মুখ খোলেন পৌলমীও। তিনি বলে ওঠেন, 'উনি ওঁর বক্তব্য জানিয়েছেন বটে তবে আমি এর সঙ্গে সহমত নই। চন্দ্রিকাকে আমি শোয়ের বাইরে কী বলেছিলাম তা নিয়ে এত হইচই কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এদিকে শিবানী যে আমার বিষয়ে কুমন্তব্য করেছে, 'ওর মতো মহিলা!' তার বেলা? তা নিয়ে তো কেউ শিবানীকে কেউ কিছু বলছেন না। ওঁর (অনিল কাপুর) নিশ্চয়ই কিছু যায় আসে না! আমি জানতে চাই 'ওর মতো মহিলা' বলে দেগে দিয়ে আমাকে কী বোঝানো হয়েছে? আর এই ঘটনার পরপরই বাদ পড়তে 🧜হল পৌলমী দাসকে।