সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যাল তীব্র গতিতে দৌড়চ্ছে ৫০০ কোটির দিকে। ছবি নিয়ে কার্যত বিরূপ প্রতিক্রিয়া উঠে এসেছে দর্শকদে🌱র থেকে, প্রতিবাদে সামিল নেটপাড়া। কিন্তু দর্শকের ভিড় কিন্তু হল থেকে কমছে না। সোমবার কাজের দিনেও ১৩ কোটির ব্যবসা করেছে ছবিখানা।
অ্য়ানিম্যালে যতটা চর্চায় রণবীর কাপুরের চরিত্রটি, 𝐆ঠিক ততটাই জনপ্রিয়তা পেয়েছে ববি দেওল। ‘জামাল কুডু’ গানে গ্লাস মাথায় দিয়ে ববির নাচের চর্চা এখন সর্বত্র। ধর্মেন্দ্র-পুত্রকে নকল করে হাজারও রিল ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানালেন, এই নাচের আইডিয়া বেরিয়েছে তাঁর মাথা থেকেই।
ববি জানান, ‘সন্দীপ আমাকে আগেই শুনিয়েছিল গানটা। ওর সংগীতের প্রতি বারবরই ঝোঁক আছে। আসলে সিনেমা তৈরির প্রতিটা পর্যায়ের প্রতিই ওর সেন্স দুর্দান্ত। এই গানটা🎉 ও কোথাউ থেকে একটা খুঁজে পেয়েছিল আর আমাকে বলেছিল তোমা𒉰র এন্ট্রিতে এটাই বাজাব।’
‘এরপর যখন শ্যুটিং শুরু করলাম, কোরিওগ্রাফার আমায় বলল, তুমি শুরু করো? আমি বললাম, কী করব? যাতে সন্দীপ আমায় বলে, এমন ভাবে নাচ করতে যাতে কোনওভাবেই তাতে ববি ফ্লেবার না আসে। আমি তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পঞ্জ🐈াবে যেতাম, তখন মদ্যপ অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। আমি এখনও বুঝতে পারি না কেন আমরা এরকম করতাম। তবে এটা সন্দীপকে করে দেখাতেই, ওর মনে ধরে গেল।’
১ ডিসেম্বর মুক্তি পায় দক্ষিণের খ্যাতনামা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যাকশন ফিল্ম অ্যানিম্যাল। বিশ্বব্যপী ১০ দিনেই 🐼৭১৭.৪৬ কোটির ব্যবসা করেছে এই ছবি। ভারতের বাজারে আয় ৪৫০ কোটির মতো। রণবিজয় সিং-এর চরিত্রে দেখা গিয়েছে রণবীর কাপুরকে। রশ্মিকা মন্দনাকে রণবীরের স্ত্রী-র চরিত্রে। রণবীরের বাবা বলবীর সিং-এর চরিত্রে অনিল কাপুর। এছাড়াও ছবিতে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে।
বলে রাখা যাক, ইরানের জনপ্রিয় একটি লোকসঙ্গীত জামাল কুডু। গানটি প্রায় অর্ধ শতাব্দী আগে প্রথমবার গাওয়া হয়েছিল। জানা যায়, ১৯৫০-এর দশকে খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি গায়ক গেয়েছিলেন। বছরের পর বছর ধরে এটি বিয়ের সংগীত হিসেবে চলে আসছে সেই দেশে। আর ছবিতেও বিয়ের দৃশ্য দিয়ে সিনেমায় এন্ট্রি নেওয়া ববির জন্য বাজানো হয় গানটি। বিখ্যাত ইরানী কবি বিজ꧅ান স্মান্দারের লেখা একই নামের একটি কবিতা থেকেই গাওয়া হয় ‘জামাল কুডু’।