কেউ প্রতি সোমবার করেন ব্রত, তো কারও বুকে ভোলানাথের ট্যাটু, বলিউডে কারা শিবভক্ত? Updated: 13 May 2025, 07:26 PM IST Tulika Samadder বলিউডের একাধিক তারকা ভগবান শিবের প্রতি গভীর আস্থা রাখেন। অনেক তারকাই ভগবান শিবকে ট্যাটু হিসেবে তাদের শরীরের স্থান দিয়েছেন। চলুন সেরকমই কিছু অভিনেতার সম্পর্কে জেনে নেওয়া যাক।