সোমবার দ♛িনভর জমিꦬয়ে ভোট দিলেন বলিউডের তারকারা। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, করিনা-সইফ, ধর্মেন্দ্র, সলমন খানের বাবা সেলিম খান, শাহরুখ খানদের দেখা গেল নির্বাচনে সামিল হতে।
চলতি লোকসভা নির্বাচনেই⛦ প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি, সঙ্গে শাশুড়িমা ডিম্পল কাপাডিয়া। ভোট দেওয়ার পর দুজনেই রওয়ানা দেন লন্ডনে। কাজে যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও। গোলাপি সালোয়ার কামিজে বেশ সেজেগুজেই এসেছিলেন তিনি।
আরও পড়ুন: মঞ্চে ꦅবনগাঁর অরুণিতাকে প্রপোজ ভক্তের! মজার ছলে তারপর য♔া করল ‘চর্চিত প্রেমিক’ পবনদীপ, দেখুন ভিডিয়ো
আসেননি আলিয়া। একাই দেখা গেল রণবীর কাপুরকে। এমনকী বুথ থেকে বেরিয়ে হাতে লাগানো কালি দেখিয়ে পাপারাজ্জিদের জন্য পোজও𓆏 দিলেন তিনি। পরে এসেছিলেন সাদা রঙের শার্ট।
আরও পড়ুন: কোটিপতি প♌রিবারের উত্তরাধিকারী হীরামান্ডির ‘আলমজেব𓆏’ শরমিন সেহগালের স্বামী, কে এই আমন মেহতা?
ভোট দিলেন সানি ও ববি। ২০২৩ সালে দুজনেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। গদর ২ আর অ্যানিম্যালের সাফল্যের পর না🔴গরিক দায়িত্ব পা♏লন করতে দেখা গেল দুই ভাইকে।
আরও পড়ুন: এতদিন ছিলেন কানাডার নাগরিক! প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার, ‘য💖োগ্য প্রার্থীকে..’
মা-বোনকে নিয়ে নতুন গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন শিল্পা শ🃏েট্টি। রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, অনন্যা পাণ্ডেরাও মিস করেননি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমির খান সঙ্গে করে এনেছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। একসঙ্গে এসেছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-ও। এদিন সাদা শার্টের ভিতর স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর বেবি বাম্প।
ভোট দেওয়ার শেষে মিডিয়ার কাছে অক্ষয় কুমার জানান, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে ꦅপেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।’
এদিকে ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়🐷ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে খুব অসন্তুষ্ট হয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের হচ্ছে গওহর খান🏅। আর শুধু তাই নয় কী হয়েছে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, ‘খুব বাজে ভাবে আয়োজন করা হয়েছে। কিছু বোঝা যাচ্ছে না।’ এমনকী, ফোটোর জন্যও দাঁড়ালেন না গওহর। রেগেমেগে উঠে গেলেন গাড়িতে।
বিগত কয়েকদিন ধরেই তারকারা ভোট দেওয়ার ডাক দিয়ে আসছেন। বারবার প্রচার করা হচ্ছে, যাতে মুম্বইয়ের মানুষ এগিয়ে এসে সরকার নির্বাচনে উদ্যোগী ꧑হয়। পথ প্রদর্শক হিসেবে তারকারাও সামিল হ🌱লেন নির্বাচনে।