৭ সেপ্টেম্বর সকল প্রꦚতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। আর মুক্তি পেতেই এই ছবি রীতিমত হইচই ফেলে🧸 দিয়েছে। কিং খান ভক্ত থেকে সাধারণ দর্শকরা তো বটেই সমালোচকরা পর্যন্ত প্রশংসা করছেন শাহরুখ খানের এই ছবির। আর এবার বাদ গেলেন না বলি এবং দক্ষিণী তারকারা।
করণ জোহর থেকে শুরু করে কিয়ারা আডবানি, মহেশ বাবু, আনন্দ মাহিন্দ্🐻রা সহ অনেকেই কিং খানের তারিফ করেছেন। বাদ যাননি কঙ্গনা রানাওয়াত, সুজয় ঘোষ, অর্জুন কাপুর, প্রমুখ। প্রশংসায় ভরিয়ে তুলেছে📖ন জওয়ান ছবিটিকে। কোন বলি তারকা জওয়ান নিয়ে কী বললেন দেখুন।
জওয়ান নিয়ে বলি এবং দক্ষিণী তারকাদের মতামত
দক্ষিণী তারকা মহেশ বাবু এদিন টুইটারে জওয়ানের তারিফ করে লেখেন, 'জওয়ান, ব্লকব্লাস্টার সিনেমা। অ্যাটলি কিং খানকে সঙ্গে নিয়ে কিং সাইজ বিনোদন উপহার দিলেন। ওঁর কেরিয়ারের এটা সেরা ছবি। শাহরুখের ক্যারꦜিশমা, ওঁর জ্যোতির স🍌ঙ্গে কেউ নিজেকে মেলাতে পারবে না। আগুন ধরিয়ে দিয়েছিল জাস্ট স্ক্রিনে। জওয়ান নিজেই নিজের রেকর্ড ভাঙবে।' শাহরুখ খান আবার এই টুইট রিটুইট করেন, ধন্যবাদ জানান মহেশ বাবু এবং তাঁর পরিবারকে।
করণ জোহর তাঁর ইনস্টাগဣ্রাম স্টোরিজে কিং খানের একটি ছবি পোস্ট করে লেখেন, 'সম্রাট!'
এদিন কিয়ারা ত💎াঁর বর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মুম্বইয়ের একটি সিনেমা হলে জওয়ান দেখতে গিয়েছিলেন। এরপর শুক্রবার ইনস্টাগ্রামে এই ছবির প্রশংসা করেন তিনি। জওয়ানের একটি পোস্টার শেয়ার করে একগাদা আগুনের ইমোজি দেন।
চিত্রপরিচালক সুজয় ঘোষ জওয়ান🥃 নিয়ে টুইট করে লেখেন, 'একটা দুর্দান্ত হিন্দি ছবিই পারে আমাদের সবাইকে এক করতে। এটাই ভালোবাসার ক্ষমতা।'
অর্জুন কাপুরও এদিন এই সিনেমাটি দেখতে গিয়েছিলেন। তিন♛ি স্ক্ඣরিনের একটি ছবি তুলে সেটা ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে লেখেন, 'দারুণ ভালোর একমাত্র রাজা হলেন শাহরুখ খান। নয়নতারা তোমাকে সাদর আমন্ত্রণ জানাই, এত দ্রুত তোমায় যেতে দেওয়া হবে না। অ্যাটলি স্যার অনবদ্য।'
RRR খ্যাত পরিচালক এসএস রাজামৌলি এদিন জওয়ানের প্রশংসা করে টুইট করেন।ꦯ তিনি লেখেন, 'এই জন্👍যই শাহরুখ খানকে বক্স অফিসের বাদশা বলে। কী দুর্দান্ত শুরু হল ছবিটির।'
প্রায় একই কথা শোনা গেল ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রার গলায়। দুবাইয়ের বুর্জ খালিফায় যে জওয়ানের ট্রেলার ইভেন্ট দেখানো হয়েছিল সেটার একটা ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'সব দেশই ত♉াঁদের রিসোর্সকে আগলে রাখে, আর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনার জনꦇ্য। এবার ভারতের উচিত শাহরুখকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করার।'
প্রসঙ্গত শাহরুখ♋ খান অভিনীত জওয়ান ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন নয়ꦆনতারা বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রমুখ।