সুকেশ চন্দ্রশেখর, এক শিল্পপতির কাছ থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করে নেওয়ার অপরাধে এই মুহূর্তে গারদে রয়েছেন। কিন্তু কারাগারে থেকেও তিনি অবাধে চালিয়ে যাচ্ছে💎ন নিজের কাজকর্ম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তুলে ধরেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের কথাও।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন সুকেশ। ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আমার মনে আ🌄ছে๊ আমাদের শেষ সাক্ষাৎকারের সময় আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন, বিশ্বকে তুমি যেভাবে চাও, ঠিক সেই ভাবেই দেখো। এই কথাগুলি এখনও আমার কানে বাজে। আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।’
(আরও পড়ুন: ‘সৌরভীর সঙ্গে ডিভোর্স মিটেছে, আজও আমরা বন্♎ধু’, জন্মদিনে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন ইন্দ্রাশিস)
চিঠিতে সুকেশ আরও উল্লেখ করেন যে তাঁর কোম্পানি এল এস হোল্ডিংস এবং এলএস গেমিং এলএলসি, পরবর্তী ২ বছরে ৪২০০ কোটি টাকা বৃদ্ধি করবে এবং আগামী দিনে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। শুধু তাই নয়, চিঠিতে জ্যাকলিনের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার এখনও মনে আছে আপনি বলেছিলেন, নারীদের প্রতি সর্বদা মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত এবং তাদের স🍎ব সময় স্পেশাল ফিল করানো উচিত।’
চিঠির মধ্যে আরও লেখা আছে, ‘এল এস হো🍌ল্ডিংস লস অ্যাঞ্জেলেসে শো এবং সিনেমা তৈরীর একটি বৃহৎ স্টুডিওয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনছে। আমি আমার লেডি লাভ জ্যাকলিনের জন্য এটি কেনার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক যেমন আমাকে আপনি পরামর্শ দিয়েছিলেন মহিলাদের স্পেশাল ফিল করানোর জন্য।’
(আরও পড়ুন: বিদায় জানিয়েছেন খেলাকে, ৩৮-এ পা দিয়ে সানিয়া বললেন, 'টেনিস কোর্টকে খুব মিস করি, কিন𒁏্তু তারপরই...')
প্রসঙ্গত, ২০১৫ সালে কোটি কোটি টাকার জালিয়াতি করার অপরাধে মান্ডোলি জেলে বন্দী ছিলেন। ইডি💫র তদন্ত চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজের নাম সামনে উঠে আসে। সুকেশের দাবি অনুযায়ী, তিনি এবং জ্যাকলিন ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন। সুকেশের কাছ থেকে যে ছবি পাওয়া যায়, তা থেকেও সেটি প্রমাণ হয়ে যায়। তবে জ্যাকলিন এই দাবি নস্যাৎ করে বলেছিলেন, তিনি সুকেশ দ্বারা প্রতারিত হয়েছিলেন। তিনি জানতেন সুকেশ একজন বড় ব্যবসায়ী, কিন্তু পরে বিভিন্নভাবে তিনি প্রতারিত হয়েছিলেন সুকেশের দ্বারা।