‘হিন্দি বিতর্কে’ উত্তাল বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। হিন্দি রাষ্ট্রভাষা কি না, তা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগণ আর কান🌸াড়া অভিনেতা কিচ্চা সুদীপ। এই বিষয়ে এবার মুখ খুললেন পরিচালক রোহিত শেট্টি। পরিচালকের কথায়, ব🍌লিউডের শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গ বার বার উঠেছে, কিন্তু এই ইন্ডাস্ট্রি কখনও শেষ হবে না।
শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘হঠাৎ করে যে দক্ষিণী ইন্ডাস্ট্রি এসেছে তা নয়। আগে থেকেই ছিল। প্রজন্ম বদলায়, মিডিয়াও বদলায়। এ কারণেও এই প্রশ্ন আসছে।’ পরিচালক বলেন, ‘৫০-৬০-এর দশকেও দক্ষিণী ছবি হয়েছে। এলভি প্রসাদ, জেমিনি, এভিএম… তখন থেকেই চলছে। দক্ষিণ যে নতুন তা নয়। ৮০-এর দশকে যখন অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্না হাঁটছিলেন, তখন কমল হাসান এসেছিলেন এবং 'এক দুজে কে লিয়ে' হিট হয়েছিল।' আ꧂রও পড়ুন: 'এ ভাবেই ব্রিটিশরা আমাদের ভাগ করেছিল', হিন্দি বিতর্কে মুখ খুললেন অক্ষয় কুমার
রোহিত বলেছেন, ‘৮০ এবং ৯০ এর দশকের সুপারস্টার ছিলেন জয়াপ্রদা এবং শ্রীদেবী। হিম্মতওয𒅌়ালা, মাওয়ালি করার সময় ইন্ডাস্ট্রিতে জিতেন্দ্ররই পুরো একটা সময় ছিল। এগুলি সবই ছিল দক্ষিণের ছবি। আমাদের বড় মিউজিক কম্পোজার এ আর রহমান দক্ষিণের। ৮০-এর দশকে, রোজা থেকে পুরো প্রবণতা বদলে যায়, এটি তৈরি করেছিলেন মণি রত্নম। তারপরে একটি অ্যাকশন ফিল্ম এসেছিল যা একটা দৌড় ছিল, এটি তৈরি করেছিলেন রাম গোপাল বার্মা, যেখানে নাগার্জুন ছিলেন। এটা নতুন নয়।’