ফের একবার জুটিতে ফিরছেন বনি সেন෴গুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়। তাও প্রায় আড়াই বছর পর জুটি বাঁধছেন তাঁরা। এবার তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা যাবে কৌশানিকে। সৌজন্যে 'কলকাতায় কেলেঙ্কারি'। ছবি পরিচালনায় অয়ন দে।
এর আগে 'ভয় পেও না'-র পর পরিচালকের দ্বিতীয় কাজ এটা। শিশু পাচার-কে বিষয় বস্তু করে 'কলকাতায় কেলেঙ্কারি' ছবিটি বানাচ্ছেন পরিচালক অয়ন। পরিচালকের কথায়, শিশু পাচার নিয়ে বাংলায় ছবি কমই হয়েছে। এই ছবির মাধ্যমে দর্শক জানতে পারবেন কীভাবে শিশু পাচারচক্র কাজ করে। আর এই ছবিতে বনি-কৌশানি একসঙ্গে কাজ করলেও তাঁরা কিন্তু এখানে প্রেমিক-প্রেমিকা নন। বনির কথায়, ‘এই প্রথমবার আমি আর কৌশানি প্রেমিক-প্রেমিকা নই। শিশু পাচারকারীদের ধরার🐷 জন্য এক তদন্তকারী অফিসারের ভূমিকায় রয়েছি আমি। আর কৌশানিও এখানে তদন্তকারী অফিসার। যদিও একে অপরকে ভালোলাগার একট🌜া হালকা আভাস রয়েছে তবে প্রেমিক-প্রেমিকা নই’।
আরও পড়ুন-হঠাৎই অসুস্থ রচনা বন্দ্যোপ𝐆াধ্যায়, বাতিল সমস্ত অনুষ্ঠান, কী হয়েছে?
এদিকে তদন্তকারী অফিসারের ভূমিকাটি ফুটিয়ে তুলতে 🏅ইতিমধ্যেই প্রকৃত অফিসারদের সঙ্গে কথা বলাও শুরু করেছেন বলে জানাচ্ছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ছবিতে কৌশানিকে এক জায়গায় বার ডান্সারের ভূমিকাতেও দেখা যাবে বলে খবর। তবে বার ডান্সার থেকে তাঁর চরিত্রটি কীভাবে তদন্তকারী অফিসার হয়ে উঠবে সেই রহস্য খোলসা করতে চাননি কৌশানি মুখোপাধ্যায়। তাঁর কথায়, 'কলকাতায় কেলেঙ্কারি' ছবিতে তাঁর চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। কৌশানি জানান, তিনি এখন এমন চরিত্র বাছতে চান, যেগুলিতে 🧜নতুনত্ব থাকবে। ছবিতে তিনি বনির সাহায্যকারী একজন তদন্তকারী অফিসার, এর বেশি কোনও কথাই খোলসা করতে চাননি কৌশানি। তাঁর কথায়, সব বলে দিলে চরিত্রের মজাই চলে যাবে। তবে এই ছবিটা তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ বলেও জানান কৌশানি।
বনি-কৌশানি জুটির এই ছবিতে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় ক🌸রেছেন সৃষ্টি বিশ্বাস। তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাব্বু। চলতি বছরের ডিসেম্বরে 'কলকাতায় কেলেঙ্কারি'র শ্য়ুটিং শুরু করবেন পরিচালক অয়ন দে। ২০২৫-এর এপ্রিলে ম💖ুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।