'কেদারনাথ' ছবিটির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। ছবির শ্যুটিং হয়েছিল কেদারনাথেই। সেই তখন থেকেই কেদারনাথের সঙ্গে বিশেষ আধ্যাত্মিক সংযোগ অনুভব করেন বলে বহুবার জা꧙নিয়েছেন সারা। আর আজকাল সুযোগ পেলে প্রায়ই টুক করে কেদারনাথ পৌঁছে যান সারা আলি খান।
এবার দিওয়ালির সℱময়টিও কেদারনাথেই কাটিয়েছেন সারা। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় খাবারদাবারও খেয়েছেন সইফ কন্য🥃া। তারই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার হাত ধরে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে কেদারনাথ যাত্রার সময় রাস্তাঘাটে স্থানীয় খাবারদাবার খেতে দেখা যাচ্ছে সারাকে। এক জায়গায় রাস্তার মাঝে দাঁড়িয়ে হাতে বানানো দেশি রুটি, আর ডাল ফ্রাই খেতে দেখা যাচ্ছে তাঁকে। আবার কখনও তাঁকে জিলিপি, পনির ভুর্জি, তন্দুরি রুটি এবং সবুজ সবজি সহ আরও নানান কিছু খেতে দেখা যাচ্ছে। কখনও আবার দেশি ঘি, আর দেশি🌳 হিমাচলের গুড় দিয়ে রুটি খেতেও দেখা যায় সইফ কন্যাকে। আবার কোথাও গিয়ে চকোলেট আইসক্রিমে মন মজে যায় সারার। রাস্তায় যেতে যেতে স্থানীয় দোকানে দাঁড়িয়ে 'চায়ে হ্যায় জি?' বলে প্রশ্🍌ন করে চা কিনেও খান অভিনেত্রী। আবার কখনও হোম স্টে-র বারান্দায় বসে উত্তর ভারতের স্পেশাল 'রাজমা চাউল' আর ডাল খেতেও দেখা গিয়েছে তাঁকে। তারপর আবারও 'জয় শ্রীকৃষ্ণা' বলে হাঁটা দিয়েছেন পাহাড়ি পথে।
এমন ভিডিয়ো পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সারা লিখেছেন, ‘শুভ দীপাবলি। আপনার আনন্দ, সমৃদ্ধি, সুখ এবং স্বাস্থ্য কামনা করছি- আমার কাছে অবশ্য এর অর্থ মূলত ভালো খাবার। তাই রেগে যাবেন না। আমাকে খালি ভালো ভালো খাবার দিয়ে যান। 🐎দয়া করে চাইবেন না।’
সারার এই পোস্টে নেটিজেনদ𓄧ের অনেকেই সইফ-অমৃতা কন্যার এই নমনীয় ব্যবহার, আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকেই লিখেছেন, ‘স্টার কিড হয়েও সারা কিন্তু সারার মতোই।’ আবার অনেকেই তাঁকে পাল্টা দীপাবলির শুভেচ্ছা জানি🍬য়েছেন।
এদিকে সম্প্রতি সোশ্য়াল মিডিয়া পোস্ট থেকেই নেটিজেনদের অনুমান, এবার সারার কেদারনাথ ভ্রমণের সঙ্গী ছিলেন অর্জুন প্রতাপ বাজওয়া। যিনি কিনা মডেল হিসাবে কেরিয়ার শুরু করলেও বর🤡ꦿ্তমানে রাজনীতিতেও নাম লিখিয়েছেন। সারা ও অর্জুন দুজনে একে অপরের সঙ্গে কোনও পোস্ট না করলেও তাঁদের পোস্টেই স্পষ্ট তাঁরা একসঙ্গেই কেদারনাথ গিয়েছিলেন। আর তাতেই সারা-অর্জুনের প্রেম করার জল্পনা উসকে দিয়েছেন অনেকে।