‘ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি, মেয়েলি, এই সং♊জ্ঞাগুলো কে বা কারা ঠিক করে? মেয়েদের স্বাধীন হওয়া কি পুরু😼ষের মতো হওয়া?’ এই প্রশ্নগুলিই তুললেন টলি পাড়ার নতুন বৌদি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘বৌদি ক্যান্টিন’। পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
‘বৌদি ক্যান্টিন’য়ে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোꦆহম চক্রবর্তী এবং অনুসূয়া মজুমদার। বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খান। তাঁর জীবন অবলম্বনে তৈরি পরিচালক-অভিন꧃েতা পরমব্রতর এই ছবি।
শুভশ্রীই হচ্ছেন ‘বৌদি ক্যান্টিন’য়ের বৌদি। ছবি🌼তে তাঁর চরিত্রের নাম পৌলমী। যিনি রান্নার গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে আসমার। তাঁর অনুপ্রেরণাতেই তৈরি আসমা খানের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। অভিনেত্রীর স্বামীর ভূমিকায় পরমব্রত। সোহমকে দেখা যাচ্ছে অভিনেত্রীর রান্নায় সহযোগীর ভূমিকায়। শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার। দেখুন ছবির ট্রেলার-
🍸বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করেছেন, সেই গল্পই উঠে আসবে ছবিতে। প্রথাগত 🐈কিছু ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বেছে নিয়েছেন নিজের স্বপ্নকে। পারিবারিক গল্পের মোড়কে তৈরি হয়েছে এই ছবি। আগামী ৩০ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘বৌদি ক্যান্টিন’।