বক্স অফিসে করুণ পরিস্থিতি আমির খানের ‘꧑লাল সিং চাড্ডা’র। ‘বয়কট’-এর প্রভাব যে খানিকটা হলেও বক্স অফিসে রা কেটে তা বলাই যায়। ইতিমধ্যেই মিস্টার পারফেক্টসনিস্টের ছবির গায়ে 'সুপারফ্লপ'-এর তকমা সেঁটে গিয়েছে। ছবির বাজেট ১৮০ কোটি টাকা, কিন্তু শুরু থেকেই বক্স অফিসে চোখে পড়ার মতো ব্যবসা করেনি এই ছবি।
বুধবার, মুক্তির সপ্তম দিনে, ছবিটি দেশজুড়ে ১.৫ কোটি টাকা আয় করেছে। যা গত দিনের তুলনায় এক ধাক্কায় ৩৫% কমেছে ছবির কালেকশন। অর্থাৎ দুধর্ষ প্রচারের পর বহুল প্রতীক্ষিত ছবির মোট কালেকশন গত সাত দিনে ৫০ কোটি টাকাও হয়নি। উলটো দিকে দেখলে, কয়েক মাস আগে, কন্নড় ছবি KGF: চ্যাপ্টার ২-এর হিন্দি-ডাব করা সংস্করণটি প্রথম দিনেই ৫৪ কোটি আয় করেছিল। আরও পড়ুন: করণ জোহরের পরামর্শে জাহ্নবীকে ভুলে অনন্যাকে কাস্ট করেন ‘লাইগার’ পরিচালক! কেন?
শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির 'ফরেস্ট গাম্প'-এর হিন্💯দি রিমেক ঘিরে চলেছে নানাবিধ বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। প্রথম দিন থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত 'লাল সিং চাড্ডা'।
boxofficeindia.com-এর একটি প্রতিবেদন অনুসারে, 'লাল সিং চাড্ডা' বুধবার ১.৫ কোটি আয় করেছে। একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির কালেকশন 'ফ্রি ফল'-এ। এর থেকে বেশি ব্যবসা না করার সম্ভাবনাই বেশি। শীঘ্রই দোকান বন্ধ হতে পারে ছবির। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও ছবিটির পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আরও পড়ুন: ‘তাড়াতাড়ি শেষ করুন’, ক্যাটরিনাকে বিয়ের সময় পুরোহিতে কানে আর যা বলেছিলেন ভিকি
অন্যদিকে, আমিরের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'। রাখির দিনেই বক্স অফিসে মুক্তি পেয়েছে এই ছবি। বক্স অফিসে এই ছবির অবস্থা বিশেষ ভালো নয়।﷽ প্রথম দিন মাত্র ৮.২০ কোটির ব্যবসা করেছে আনন্দ এল রাই পরিচালিত ছবি। সময় গড়াতেই অবস্থা আরও ক𝓡রুণ।
সপ্তাহান্তেও বিশেষ হেরফের লক্ষ্য করা যায়নি 'রক্ষা বন্ধন'-এর ব্যবসায়। শুক্র, শনি এবং রবি মিলিয়ে মাত্র ১৯.৯৬ কোটি টাকা আসে ছবির ভাঁড়ারে। আশা ছিল, স্বাধীনতা দিবসে এই অঙ্ক কিছুটা বাড়বে। কিন্তু তেমন কিছুই হল না। সেই দিন ৬.৩১ কোটির ব্যবসা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নির্মাতাদের। বুধবার ১.১৭ কোটির ব্যবসা করেছে এই ছবি। সাত দিনে দেশজুড়ে মোট ৩৬.০৭ কোটির ব্যবসা করেছে 'রক্ষা বন্ধন'। আরও পড়ুন: ‘বাবা-মায়ের বিবাহবার্ষিকী’তে মাখোমাখো নাচ শাহিদ-মীরার, রোম্যান্টিক ভিডিয়ো ভাইরাল
সমীক্ষা বলছে, হিন্দিভাষী রাজ্য যেমন উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে ‘রক্ষা বন্ধন’ ভ✤ালো ব্যবসা করছে। তবে মুম্বই, পুণে, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এ ছবির ব্যবসা ততটা ভালো নয়। ‘লাল সিং চাড্ডা’র চেয়েও খারাপ অবস্থা এই ছবির বলাই যায়।