গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রবিন༺্দুতে ‘মেয়েবেলা’। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্টার জলসার এই মেগার। রূপা গঙ্গোপাধ্যায়ের আচমকা এই শো ছেড়ে চলে যাওয়া, সিনিয়র অভিনেত্রীর ‘মেয়েবেলা’ নিয়ে বিস্ফোরক অভিযোগ, নতুন বীথি হিসাবে অনুশ্রী দাসের আগমন-- সবের জেরেই চর্চায় থেকেছে এই মেগা। আর গত ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকয়েকদিন আগেই কেড়ে নেওয়া হয়েছে ‘মেয়েবেলা’র স্লট।
হ্যাঁ, দিন কয়েক আগেই চ্যানেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে ১২ই জুন থেকে সন্ধ্যা ৭.৩০টায় অর্থাৎ ‘মেয়েবেলা’র স্লটে সম্প্রচারিত হবে অন্বেষা হাজরার আসন্ন মেগা ‘সন্ধ্যাতারা’। ওই জায়গা থেকে ‘মেয়েবেলা’কে উৎখাত পড়ার পর এই মেগার ভবিষ্যত নিয়ে সন্দিহান হয়ে পড়েন অনেকেই, তারপর লম্বা সময় পাড় হলেও এখনও এই মেগার নতুন স্লট ঘোষণা করেননি চ্যানেল। টেলিপাড়ায় জোর গুঞ্জন এই মেগায় ইতি টানতে চলেছেন নির্মাতারা। হ্যাঁ, সুরিন্দর ফিল্মসের তরফেই নাকি এমন সিদ্ধান্ত নে🔯ওয়া হয়েছে। গোটা বিষয় নিয়েই মুখে কুলুপ চ্যানেল বা প্রযোজনা সংস্থার।
সামা🉐জিক মাধ্যমে এই খবর ছড়াতেই ক্ষুব্ধ ‘মেয়েবেলা’র ভক্তরা। তাঁদের দাবি ‘বীথি’র চরিত্রে অনুশ্রী দাসকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। কেউ লিখেছেন, ‘ভালো জিনিস স্টার জলসার পোষায় না, তাই তো বস্তাপচা গুড্ডি, গাঁটছড়া শেষ না করে মেয়েবেলার মতো সিরিয়াল বন্ধ করছে’।
আসলে টেলিপাড়ায় গুঞ্জন অন্য স্লটে এ๊ই মেগা-কে চালানোর অফার নাকি দিয়েছিল চ্যানেল তবে তাতে রাজি নন নির্মাতারা। তাই ইন্ডাস্ট্রির গুঞ্জন মাত্র ৫ মাসেই নাকি ‘মেয়েবেলা’ বন্ধ হয়ে যাবে। চলতি বছর জানুয়ারি মাসের শেষে শুরু হয়েছিল ‘মেয়েবেলা’। শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক শো হিসাবে যতটা ফল আশা করেছিল চ্যানেল তার সিকিভাগও পূরণে সফল হয়নি ‘মেয়েবেলা’।
এই মুহূর্তে কাঙ্খিত কোনও স্লটই মেয়েবেল জন্য বরাদ্দ করতে পারবে না চ্যꦍানেল। ‘গুড্ডি’ এখনই শেষ হচ্ছে না, ওদিকে ‘গাঁটছড়া’কে সন্🍬ধ্যা ৭টা থেকে সরিয়ে ‘গোধূলি আলাপ’-এর স্লটে দেওয়া হয়েছে। সুতরাং ‘মেয়েবেলা’র জন্য বিকাল ৫টা বা রাত ১১টা (তাও এই স্লটে ডাবিং সিরিয়াল চলে) ছাড়া অন্য কোনও স্লট এই মুহূর্তে দিতে পারবে না চ্যানেল। চলতি সপ্তাহের টিআরপি রিপোর্টও আশাব্যাঞ্জক নয় এই মেগার জন্য। সাড়ে সাতটার স্লটে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মেগা বেঙ্গল টপার হয়েছে। অন্যদিকে কোনওমতে সেরা দশে টিকে আছে ‘মেয়েবেলা’। তাই এই পরিস্থিতিতে যা ইঙ্গিত তাতে ১১ই জুন বিদায় ঘন্টা বেজে যাচ্ছে এই মেগার। মউ-ডোডোকে আপনারা কতটা মিস করবেন?