কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) জমজমাট নতুন সিজন নিয়ে ফিরলেন অমিতাভ বচ্চন। কেবিসি সিজন ১৬-র প্রথম এপিসোড সম্প্রচারিত হল সোমবার। ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো-এর অন্যতম কেবিসি। আর এই শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। প্রথম এপিসোডে 'ফাস্টেস্ট ফিঙ্গারস ফার্স্ট' রাউন্ড খেলার পর বেঙ্গালুরুর উৎকর্ষ বক্সী 'হট সিট' দখল করেন। দুর্দান্ত খেলে ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতে নেন, তবে ২৫ লাখের প্রশ্নে আটকে গেলেন উৎকর্ষ! মহাভারত নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই ২৫ লক্ষ টাকা জিততে পারত সে। উৎকর্ষ পারেননি, তবে আপনার জানা আছে এই প্রশ্নের জবাব? মহাভারত নিয়ে কী ছিল কেবিসির ২৫ লাখের প্রশ্ন? উৎকর্ষ যে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছিলেন তা হল- মহাভারত অনুসারে কোন ভগবান অম্বাকে একটি মালা উপহার দিয়ে বলেছিলেন যে এটি যে পরবে সে ভীষ্মকে হত্যা করবে?' চারটি বিকল্পগুলি ছিল- A) ভগবান শিব, B) ভগবান, কার্তিক,C) ভগবান বিষ্ণু এবং D) বায়ুদেব। উত্তরের সঠিক জবাব না জানা থাকায়, 'ভিডিও কল আ ফ্রেন্ড' লাইফলাইনের সাহায্য নেন উৎকর্ষ। বন্ধু ১০০% সিওর ছিল না, তবে জানায় সঠিক উত্তরটি হবে ভগবান শিব। উৎকর্ষ তখন আরও একটি লাইফলাইন নেন-'ডাবল ডিপ'। যেখানে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুটি সুযোগ পায় প্রতিযোগী তবে খেলা ছাড়তে পারে না। লাইফলাইন নেওয়ার পর প্রথমে উত্তর হিসেবে বন্ধুর দেওয়া জবাব অর্থাৎ ভগবান শিবকে বেছে নেন, যা ভুল ছিল। তারপরেই চাপে পড়ে যান উৎকর্ষ, এরপর খানিক আন্দাজে ঢিল মেরে অপশন ডি অর্থাৎ বায়ুদেব-কে সঠিক জবাব হিসাবে বেছে নেন তিনি। সেটিও ভুল উত্তর ছিল, এর ফলে শুধু ২৫ লাখ জয়ের সুযোগ হারাননি উৎকর্ষ! ১২.৫ লক্ষ টাকা থেকে নেমে সোজা ৩ লক্ষ ২০ হাজারে পৌঁছে যান তিনি। সঠিক উত্তর ছিল ভগবান কার্তিকঅমিতাভ বচ্চন এরপর জানান, এই প্রশ্নের সঠিক জবাব হল ভগবান কার্তিক। বিগ বি বলেন, ‘ভগবান কার্তিক, কঠোর তপস্যার পরে, তাঁর ছয়মুখী অবতারে অম্বার সামনে হাজির হন এবং তাকে একটি মালা উপহার দেন। তিনি বলেছিলেন, যে এটি পরবে সে ভীষ্মকে হত্যা করতে সক্ষম হবে। যেহেতু কেউ সেই কাজ করতে প্রস্তুত ছিল না, তাই তিনি সেই মালাকে একটি খুঁটিতে ফেলে দিয়েছিলেন। পরে অম্বা যখন শিখণ্ডী রূপে পুনর্জন্ম লাভ করেন, তখন তিনি ওই মালা পরিধান করে ভীষ্মকে বধ করেন।’ উৎকর্ষের পরিণতি দেখে হাত কামড়াচ্ছেন নেটিজেনরা। তাঁদের মতে, সঠিক উত্তর না জানা থাকলে উচিত ছিল খেলা মাঝপথে ছেড়ে দেওয়ার। প্রসঙ্গত, সোমবার থেকে শুক্রবার, রাত ৯ টায় সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে সম্প্রচারিত হবে কেবিসি-র নয়া সিজন।