আজও সময় পেলেই অ্যালবাম নিয়ে বসে পড়ি। আমি জানি, কেবল আমি নই, আরও অনেকেই এই দলে পড়েন। বাদ যান না তারকারাও। আসলে হবে নাই বা কেন বলুন অ্যালবাম মানে তো কেবল কিছু ছবির সমাহার নয়,🐲 একই সঙ্গে এই ছবিগুলো এক ঝটকায় আমাদের নিয়ে যায় ফেলে আসা দিনে। মনে করিয়ে দেয়🌺 ভুলতে থাকা দিনের কথা। আর এদিন তেমনই হল এই টলি তারকার সঙ্গেও। তিনি তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করলেন ফেসবুকের পাতায়। ফিরে দেখলেন অতীতের দিনগুলো।
ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাচ্চা দাঁড়িয়ে। তাদের মধ্যে ঝুটি বাঁধা শাড়ি পরা বাচ্চাটাকে চিনতে পারছেন? তিনি কিন্তু টলিউডের এখন অন্যতম চেনা নাম ও মুখ। বড় থেকে ছোট পর্দা, ওয়েব মাধ্যম সবেতেই সাবলীল তিনি। কে বলুন তো? চিনতে পারলেন? হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি হলেন স্নেহা চট্টোপাধ্যায় অর্থাৎ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ‘লছম🍰ী’।
💃স্নেহা এদিন আচমকাই ছোটবেলায় স্মৃতিতে ডুব দেন। আর এই ছবিটি পোস্ট করেন। তিনি এই ছবির ক্যাপশনে লেখেন, 'ছবিদের রত্ন।' অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। তাঁর মাথায় ঝুঁটি বাঁধা। পাশে ফ্রক পরে মাটির নিচে তাকিয়ে দাঁড়িয়ে আরেক শিশু। আর তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আরও একজন খুদে।
আরও পড়ুন: এই কমলা ফ্রক♏ পরা খুদে কিন্তꦫু আজ ইন্দুবালার সহচরী! চিনতে পারলেন নাকি তাঁকে
অভিনেত্রী এই ছবি পোস্ট করতেই অনেকেই নানা ধরনের কমেন্ট করেছেন। অনেকেই তাঁর এখনকার চেহারা বা বলা ভালো মুখের আদলের সঙ্গে🌊 তখনকার সময়ের মিল পেয়েছেꩵন।
প্রসঙ্গত অভিনেত্রীকে এখন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এখানে মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে। ไপাঁচ বন্ধুর জীবনের গল্প বলবে এই ছবি। জি বাংলায় এখন সম্প্রচারিত হয় এই সিরিয়াল। তবে সাম্প্রতিককালে স্নেহা ইন্দুবালা ভাতের হোটেলের জন্য বিপুল প্রশংসিত হয🦹়েছেন। তাঁর চরিত্র নিয়ে চর্চা চলেছে।