অজয় দেবগন এবং করিনা ক♔াপুর খান অভিনীত সিংঘম এগেইন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) দ্বারা U/A শংসাপত্র-সহ পাস করেছে। কিন্তু, মোট রানটাইমের থেকে প্রায় ৭.১২ মিনিটের ফুটেজ কাটছাঁট করার নির্দেশ এসেছে।
বলিউড হাঙ্গামা অনুসারে সিবিএফসি-র সদস্যরা কমপক্ষ🎃ে ১২টি কাট এবং বদল আনতে বলেছে। এই সিনেমার ক্লাইম্যাক্স,যেখানে ব্যাকগ্রাউন্ডে ধর্মীয় শ্লোক বাজছে এবং হিন্দু মহাকাব্য রামায়ণকে উল্লেখ করার দৃশ্যগুলিকে কা🌺টার নির্দেশ পেয়েছেন নির্মাতারা।
সিংঘম এগেইন পরিচালক রোহিত শেট্টিকে রাবণের সীতাকে আঁকড়ে ধরা, টানাটানি এবং ধাক্কা দেওয়ার ১৬ সেকেন্ডের ভিজ্যুয়ালটি বাদ দিতে বলা হয়েছে। ‘হনুমান পোড়ানো হচ্ছে এবং সিম্বা ফ্লার্ট করছে’ এরকম একটি ২৯ সেকেন্ডের দৃশ্যও মুছে ফেলা হয়েছে। এটি ছাড়াও, নির্মাতাদের ২৩ সেকেন্ড লম্বা একটি দৃশ্য সংশোধন করতে বলা হয়েছে যেখানে সিংঘম (অজয় দেবগন), অবনী (করিনা কাপুর খান) এবং স🐬িম্বা (রণবীর সিং) এর সঙ্গে যুক্ত হয়েছিলেন ভগবান রাম, মাতা সীতা এবং হনুমান।
আরও পড়ুন: তন্ময়ের ছোঁয়া কখনো ‘খারাপ’ লাগেনি, বলে চর্চা🍷য় শ্রীলেখা! এবার লিখলেন, ‘গতকাল থেকে নারী সম্মান নিয়ে…’
এছাড়াও সিবিএফসি নির্মাতাদেরকে ভগবান রামের পা স্পর্শ করার যে দৃশ্যটি সিংঘম রয়েছে সেটি ‘সংশোধন’ করার পরামর্শ দিয়েছে। এছাড়াও একটি ২৬ সেকেন্ডের সংলাপ এবং ভিজ্যুয়াল মুছে ফেলে এবং উপযুক🗹্তভাবে সংশোধন করতে বলে, দাবি তা ‘প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে’।
আরও পড়ুন: স্বপ্নে দেখা দিলেন নৈহাটির বড় মা! 🦄ফেসবুকে শ্রুতি লিখলেন, ‘অনেক উঁচ⭕ুতে উঠে…’
একটি থানার ভিতরে শিরশ্ছেদের একটি দৃশ্যও ♎অস্পষ্ট করতে বলা হয়েছে এবং 🔥ধর্মীয় পতাকার রং পরিবর্তন করা হয়েছে। একই দৃশ্যে, ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে শিব স্তোত্র মুছে ফেলা হয়েছে। নির্মাতাদের অর্জুন কাপুর এবং রণবীর সিং-এর মধ্যে একটি সংলাপ এবং অর্জুনের চরিত্র জুবায়ের সংলাপ ৪ জায়গায় বদলে দিতে বলা হয়েছে। একটি সিকোয়েন্সে অবনীর সংলাপও পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: লন্ডন বিমানবন্দরে টাকা ধার চান রতন টাটা! কত টাকা দিয়েছিলেন অমি🅷তাভ সেই সময়
১ নভেম্বর বিশ্বব্যপী মুক্তি পাচ্ছে সিংঘღম এগেইন। তবে এই ছবির টক্কর হবে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩-এর সঙ্গে। অজয়-করিনা ছাড়াও সিংঘমে রয়েছেন দী🥀পিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার, দয়ানন্দ শেট্টিরা।