আর কদিন পরেই কালীপুজো। মায়ের আরাধনা নিয়ে বেশ উত্তেজিত ভক্তরা। তবে এই কালীপুজোয় ঠাকুর দেখার প্ল্যান বেশিরভাগই থাকে শহরতলীতে। বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটির মতো জায়গার কালীপুজো নিয়ে নতুন করে কি𝔉ছু বলার নেই। তবে আরেক যে মায়ের প্রতি টানে হাজার হাজার মানুষ ছুটে আসেন, তিনি হলেন নৈহাটির বড় মা। সারা বছর তাঁর দরবারে থাকে ভিড়। মার দেখা পেতে, মাকে মনের কথা বলতে আসেন সকলে। আর কালীপুজোর সময়টায় তো দিনরাত উপেক্ষা করেই পড়ে যায় লম্বা লাইন।
সেই বড় মায়েরই দেখা পেলেন শ্ꦗরুতি দাস। মাকে স্বপ্নে দেখেই, মনের কথা লিখলেন ফেসবুকে। শ্রুতি মঙ্গলবার পোস্ট করেছেন, ‘স্বপ্নে দেখলাম বড় মাকে অনেক উঁচুতে উঠে বরণ করছি। সকালে উঠে দেখলাম প্রায় সব পোস্টই ওঁকে নিয়ে। জয় বড় মা!’
আরও পড়ুন: লন্ডন বিমানবন্দ꧙রে টাকা ধার চান রতন টাটা! কত টাকা দিয়েছিলেন অমিতাভ সেই সময়
সঙ্গে তিনি এক মেকআপ আর্টিস্টের পোস্ট শেয়ার করেন। যেখানে বড় মা-র মতো করে সাজানো হয়েছে এক মডেলকে। সেই সাজেরও প্রশংসা করলেন শ্রুতি। পিয়ালী দত্তকে সাজিয়েছেন সুরঞ্জন দাস। তিনি কতগুলো ছবি শেয়ার করে লিখেছেন, ‘জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। প্রথমবার এরকম কোনো কাজ করার চেষ্টা করলাম, এভাবে বন্ধ চোখে মা এর রুপদান করার সাহসিকতা দেখিয়েছি একটাই কারণে শুধু ভেবেছি মা চাইলে আমি নিশ্চয় পারবো। আর আমার টিম এর প্রতিটা মানুষ আমাকে꧑ প্রতি মুহূর্তে বলেছে, চেষ্টা কর মন দিয়ে হবেই হবে, আর নিজের হাতে যখন কাজ টা শেষ করলাম আলাদাই তৃপ্তি, যা বলে বোঝাতে পারবো না, শুধু বলব জয় বড়মা। আর এই প্রায় ৬-৭ ঘণ্টার পরিশ্রম স্বার্থক কি না সেটা আপনারা বলবেন!!🌠’
আরও পড়ুন: ‘অরিজিৎ একদম ঠিক বলেছিল’! মঞไ্চে তেড়েꦆ এল ভক্ত, গান গাওয়া না থামিয়ে এসব করলেন সোনু, ভাইরাল ভিডিয়ো
প্রসঙ্গত, গত বছর বড় মায়ের মণ্ডপে দেখা গিয়েছিল শ্রুতিকে। কালীপুজোর সময় বর স্বর্ণেন্দু সমাদ্দারকে নিয়েই পৌঁছেছিলেন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘প্রথম দেখায় সব ভুলে গেছি, মা কে কি বলতে,কি করতে গেছিলাম। শুধু দু চোখ ভরে দেখে এসেছি। #জয়বড়💮মা’
আরও পড়ুন: ‘অরিজিৎ একদম 🐭ঠಞিক বলেছিল’! মঞ্চে তেড়ে এল ভক্ত, গান গাওয়া না থামিয়ে এসব করলেন সোনু, ভাইরাল ভিডিয়ো
শ্রতির আধ্যাত্মিক টান নিয়ে নতুন করেꦉ কিছু বলার নেই। তাঁর শ্বশুরবাড়িতে বড় করে পুজোও হয়। এই কট✨াদিন সেই বিয়ের আগে থেকেই স্বর্ণেন্দুর বাড়িতে নিয়ম মেনে করেন দেবীর আরাধনা।