সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে রীতিমতো উত্তেজিত গোটা বাংলা। এরকম একটা কাণ্ড যে তিনি ঘটাতে পারেন, তা কাস্ত⭕ে হাতুড়ি তারা দলের অনেকেও ভাবেননি। ফেসবুকে রীতিমতো বিপ্লব শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি সমার্থকরা। এদিকে, সিপিএমের সমর্থকরা অনেকেই চুপ! আরজি কর আবহে দেখা গিয়েছিল, প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে বাম নেতা-নেত্রীরাই রাত দখলের মতো কর্মসূচীর উদ্যোগ নিয়েছিলেন সব জায়গায়। আর এবার সেই দলের বর্ষীয়ান নেতার উপর উঠেছে অভিযোগ। যদিও সাসপেন্ড করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। তবুও যেন রাগ কমছে না সাধারণ মানুষের।
ফেসবুকে তন্ময়ের বিরুদ্ধে বিপ্লবে নামা কিছু মানুষকে নিশানা করে এবার পোস্ট এল শ্রীলেখার ফেসবুকে। যদিও তিনি শাশ্বত লাহিড়ি বলে এক ব্যক্তির লেখা পুণরায় শেয়ার করেছেন। সেখানে কোথাও তন্ময়ের নাম উল্লেখ নেই। তবে ভিতরের কিছু লাইন থেকে স্পষ্ট হয় ইঙ্গিত কাদের দিকে! অভিনেত্রীর পো♓স্টের মূল কথাই হল, কেন এতদিন নারীর সম্মান নিয়ে সরব হননি ঘাস ফুল দলের সমর্থরা। নাকไি, তাঁদের প্রতিবাদ কি তাহলে বিশেষ কোনো দলের সময়ই সামনে আসে।
সেই পোস্টে লেখা হয়েছে, ‘ফেসবুকের যে সব স্বঘোষিত নারীবাদীরা গুনালে'র (আপনি পড়তে পারেন কুণাল ঘোষ) একজন বিবাহিতা নারীকে নিয়ে কদর্য রসিকতার জবাবে পাপাংশু'র' (পড়ুন দেবাংশু) 'বদন বিগড়ে গেছে' উক্তির পরে সেদিন বলেছিলেন, মৌসুমী ভট্টাচার্য নাকি ওদের মব লিঞ্চ করতে উস্কানি দিয়েছিলেন। দোষটা আসলে মৌসুমীর'ই। বা, তৃণমূলী আইটি সেল #FAM (ফ্যামিলি বা পরিবার) শ্রীলেখা মিত্রের ২০২২ এর ব্যক্তিগত ছবি চুরি করে নিজেদের পেজ থেকে কদর্যতম লেখা পোস্ট করেছে, তারা নাকি দেখতেই পাননি! অথচ, শ্রীলেখা'র তার প্রতিবাদে করা তৃণমূলের স্পোকেন ইংলিশ এম্পি (মহুয়া মৈত্র) কে নিয়ে করা পোস্টে, মৌপিয়া নন্দী(তৃণমূলকর্মী নন, একজন নিরপেক্ষ সাংবাদিক হয়ে) যখন শ্রীলেখা'র ব🥃িরুদ্ধে কুৎসিত ভাষায꧅় পোস্ট করেন তার সমর্থনে তারা অভিনেত্রী'কে নিয়ে জঘন্য পোস্ট করেন! তাদেরকেই গতকাল থেকে দেখছি 'ভিক্টিম ব্লেমিং' বা ‘নারীর সম্মান ইত্যাদি নিয়ে বড় বড় বাতেলা দিতে!!!’
আরও পড়ুন: স্বপ্নে দেখা দিলেন নৈহাটির বড় মা! ফেসবুকে শ্রুতি🌺 লিখলেন, ‘অনেক উঁচুতে উঠে…’
এখানে বলে রাখা ভালো, নারীর সম্মানহানির মতো ঘটনা গত ৪৮ ঘণ্টায় যা বড় হয়ে সামনে এসেছে তা সিপিএমের তন্ময় ভট্টাচার্যর কাণ্ডই। এমনকী, এই 🎶বামনেতা নিজের স্বপক্ষে যেসব যুক্তি দিয়েছেন, সেগুলো আরও সমালোচনায় বিদ্ধ। কখনও তিনি ওজন সাক্ষাৎকার নিতে আসা ওই মহিলার ওজন টেনেছেন, তো কখনো আবার ‘ইয়ার্কি’ ꦇবলে যুক্তিও সাজিয়েছেন।
সে যাই হোক, শ্রীলেখার শেয়ার করা এই পোস্টে আরও লেখা রয়েছে, ‘যদিও, 'সিরিয়াল মলেস্টার' পরিচালকের তৈরি ধনঞ্জয় (পরিচালনা করেন অরিন্দম শীল) দেখে যারা মুগ্ধ চিত্তে বলেন, ওকে ফাঁসানো হয়েছিল! তাদের থেকে ꦆআর এর চেয়ে বেশি আর কীই বা আশা করা যেতে পারে? মানে, মানছি যে, 'লজ্জা, ঘৃণা, ভয় / তিনু থাকতে নয়..' তাই বলে, এতোটা...?’
তন্ময় ভট্টাচার্যকে নিয়ে শ্রীলেখার মন্তব্য:
অভিনেত্রী তন্ময় ভট্টাচার্য প্রসঙ্গে আজতক বাংলাকে বলেন, ‘তন্ময়দা সবার সামনেই হাসি ইয়ার্কি ঠাট্টা করেন। মজা করেন। চিরতরুণ একটা হাবভাব আছে ওঁর মধ্যে। ফলে সেই দিক দিয়ে দেখলে তন্ময় দার কাছে কোনও মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলা কোনও আহামরি ব্যাপার না। আমি কখনও ওকে কোলে বসত💛ে দেখিনি। ওঁর কোনও স্পর্শ আমার ব্যাড টাচ মনে 𒐪হয়নি।’
‘তবে ꧃তন্ময়দার ইয়ার্কির পাত্রী মেয়েটা হতে পারে ন♔া। আর মেয়েটা বারণ করলে তো ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো চলে আসছে। এই বিষয়টা আমি না পারছি সম্পূর্ণ গ্রহণ করতে না পারছি এড়িয়ে যেতে।’, বলেছিলেন অভিনেত্রী