প্রয়াত বেঙ্গালুরুর খ্যাতনাম ফিটনেস আইকন অনিল কাদসুর। মাত্র ৪৫ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হ♕য় তাঁর। খ্যাতনামা সাইক্লিস্ট ছিলেন অনিল।
দৈনিক ১০০ কিলোমিটার সাইকেল রাইডের জন্য বিখ্যাত ছিলেন এই ফিটনেস আইকন, প্রশিক্ষক অনিল কাদসুর। সম্প্রতি সাইক্লিস্ট হিসাবেইꦦ বিশেষ মাইলফলক পার করেছেন অনিল। টানা ৪২ মাস সেঞ্চুরি রাইড (১০০ কিমি) সম্পূর্ণ করে মোট ১৫০০টি সেঞ🦂্চুরি সাইকেল রাইড করার রেডর্ড রয়েছে তাঁর। বেঙ্গালুরুর সাইক্লিস্ট সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে।
তবে যেদিন তিনি রেকর্ড গড়েন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের এই কৃতিত্বের কথা তুলে ধরেন, সেদিন রাতেই শরীরে অস্বস꧃্তি নিয়ে হাসপাতালে ভর্তি 🌟হন অনিল। এরপর ২ ফেব্রুয়ারি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর মেলে। ফিটনেস সচেতন হয়েও কেন এভাবে মৃত্যু তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটপাড়ায়।
আরও পড়ুন-অডিশন দেখে আমিরকে আমিই 'রি🍸জেক্ট' করে দি, বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ: কিরণ রাও
তবে শুধু সাইক্লিস্ট হিসাবে এই কৃতিত্বের জন্যই নয়, এর বাইরে অনিল কাদসুর তাঁর নম্র ও 'হেল্পꩲফুল' চরিত্রের জন্যও সকলের কাছে প্রশংসিত হয়েছেন। তিনি সহজেই নিজের দক্ষতা ভাগ করে নিতেন এবং নতুনদের উৎসাহিত করতেন। সাইকেল চালানোয় এই দক্ষতার জন্য অনিলকে ‘দ্রোণাচার্য’ ও ‘একলব্য’ খেতাব দেওয়া হয়েছিল। ফিক্সি সাইক্লিংয়ের প্রতি অনিল তাঁর নিজের ꦦআবেগ, প্রচেষ্টার কারণে এই শৈলীটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছেন।
কাদসুরের যাত্রা শুরু হয়েছিল ২০২২-এর অগস্টে ১০ দিনের জন্য তিনি ১০০ কিলোমিটার চ্যালেঞ্জ রাইডে অংশ নেন। তাঁর সঙ্গে আরও অন্য অংশগ্রহণকারীরা পদক অর্জনের পর থেম﷽ে গেলেও, কাদসুর তাঁর দৈনন্দিন রুটিনে ১০০ কিমি সাইকেল রাইড বজায় রাখেন। এই স্ব-আরোপিত চ্যালেঞ্জের প্রতি নিজেকে উত্সর্গ, অটুট🉐 শৃঙ্খলা এবং ভোরবেলা সাইকেল চালাতে বের হয়ে তিনি হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছেন।
তবে খ্যাতি ছড়ালেও অনিল কদসুর লাজুক প্রকৃতির মানুষ হওয়ায় প্রচারের আলো থেকে নিজেকে দূরেই রাখতেন। এই সাইকেল চালানো তাঁর জীবনধারার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এম🧸নকি তিনি ৬৪৩🅠টি রাইড পার করে একজন ইতালীয় সাইক্লিস্টের রেকর্ডকেও তিনি ছাড়িয়ে যান। তবে নিজের কীর্তি রেকর্ড বইয়ে নথিভুক্ত করতে তিনি চাননি, কারণ তিনি প্রচারর আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করতেন।