সদ্যই চন্দ্রবিন্দু ব্যান্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে🐈। সেখানেই এই ব্যান্ডের অন্যতম গায়ক এবং 🌊গীতিকার বাঙালির সংস্কৃতি সহ তাঁদের ব্যান্ড এতদিন ধরে কীভাবে টিকে আছে সেটা নিয়ে কথা বলেছেন। কী কী জানালেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চন্দ্রিল ভট্টাচার্য।
বাঙালির সংস্কৃতি নিয়ে কী বলেন অনিন্দ্য?
এদিন দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ' বাঙালির 💙ভিতরে একটা স্বভাব আছে। তারা দেশ থেকে দূরে থাকলেও ভাবে ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে না। ভালো নাটক করতে হবে, গান করতে হবে। এটা সেটা লেগেই থাকে। আসলে সংস্কৃতি বাঙালিদের যত না বেশি আনন্দ দেয়, তার থেকে অনেক বেশি পীড়া দেয়। সংস্কৃতি বাঙালিকে সারাজীবন জ্বালিয়ে যাবে।'
চন্দ্রবিন্দু ব্যান্ড নিয়ে কী বললেন অনিন্দ্য এবং চন্দ্রিল?
🍰বাংলা ব্যান্ডের ইতিহাসে অনেক ব্যান্ড তৈরি হয়েছে, ভেঙে গিয়েছে, কেউ আবার গান বের করা বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় এখনও যে গুটিকয় বাংলা ব্যান্ড টিকে আছে তার অন্যতম হল চন্দ্রবিন্দু। এই টিকে থাকার নেপথ্যে থাকা রহস্য জানিয়ে অনিন্দ্য বললেন,ღ ' আমরা যেটুকু কাজ করেছি, ভালো মন্দ যাই হোক যেটুকু করেছি সেটা নিয়ে খুশি। আর সেটা মাথায় চড়ে বসতে দিইনি। নিজেদের ঘাড়ে বিশাল দায়িত্ব চাপাইনি তাই দলটা এখনও টিকে আছে।
অন্যদিকে এই টিকে থাকাকে চন্দ্রিল বিয়ের সঙ্গে তুলনা করেন। বলেন, 'অনেকদিন যে বিয়ে টিকে আছে সেটা যে কেবল ভালোবেসে সেটা নয়। হয়তো দুজন দুজনকে সহ্য করতে পারে না🔯। কিন্তু সম্পর্ক ভাঙার মুরোদ নেই। আবার সম্পর্ক ভাঙলেও নতুন কেউ যে জুটবে তেমন কোনও নিশ্চিত বার্তা পাওয়া যাচ্ছে না। বরং এটা জানা আছে যে আছে তার সামনে ঢেঁকুর তুললে সে কিছু মনে করবে না। তাই থেকে যায়। তাই যে দল বহুদিন টিকে আছে সেটা ভালো এমনটা নাও হতে পারে। কিন্তু দলটা ভালো গান বানাচ্ছে কিনা সেটা দেখতে। ওই বহুদিন টিমটিম করে টিকে থেকে লাভ নেই।' এরপর চন্দ্রিল আরও বলেন, 'আমাদের এই দলের সবাই মধ্যবিত্ত বাড়ির ছেলে। তাই আমাদের ইগোর কোনও প্রবলেম নেই। আপনারা ভালোবেসে যা দেন তাই নিই। আমাদের নোবেল পেতে হবে এমন কোনও ব্যাপার নেই।'