সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের কিছু অদেখা ছবিন নীতা মুকেশ আম্বানি কাꩵলচারাল সেন্টারের উদ্বোধন🐈ের একটি অনুষ্ঠানে তিনি একটি ফ্লোরাল কোর্সেট স্কার্ট টপ পরেছিলেন নীল-সাদা রঙের। সেই পোশাকের ছবিই এখন নেট নাগরিকদের চর্চার বিষয় হিসেবে উঠে এসেছে।
ডিজাইনার প্রবাল গুরুংয়ের যে ব্র্যান্ড আছে সেটার ইনস্টাগ্রাম পেজ থেকে রাধিকা মার্চেন্টের এই ছবিগুলো শেয়ার করা হয়েছে। আর তাঁদের ডিজাইন করা এই পোশাকে রাধিকাকে যে অনন্য লাগছে সেটা বলাই বাহুল্য। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রাধিকা একটি ফ্লোরাল প্রিন্টের কোর্সেট স্কার্ট টপ সেট পরেছেন। এই পোশাকটি এই ডিজাইনারের রিসোর্ট ২০২৩ কালেকশনের অন্তর্গত। তিনি এই পোশাকটি নীতা আম্বানি এবং ইশা আম্বানির কফি টেবি🃏ল বুক লঞ্চে পরেছিলেন। সেই বইটার নাম ইন্ডিয়া ইন ফ্যাশন: দ্য ইম্প্যাক্ট অব ইন্ডিয়ান ড্রেস অ্যান্ড টেক্সটাইল। ফ্যাশন নিয়ে নানা ভাবনা চিন্তা সেই বইতে তুলে ধরা হয়েছে। প্রবালের মতে এই বইয়ে তুলে ধরা হয়েছে হামিশ বোলের একটি ইন্ট্রোডাকশন সহ ফ্যাশন ইন্ডাস্ট্রির নানা ব্যক্তির কথা এবং শিল্পের ইতিহাস।
রাধিকার পরনে থাকা কোর্সেট টপে একটা চওড়া নেক লাইন সহ ফিতে বাঁধা স্ট্র্♑যাপ এবং কোর্সেট ফ্রন্ট দেখা যাচ্ছে। এই পোশাকের অসমান হেম এবং একদম সঠিক মাপ তাঁর লুককে যেন আরও অনন্য করে তুলেছে।
রাধিকা একটি এ লাইন স্কার্ট পরেছিল এই টপের সঙ্গে ম্যাচ করে। এখানে প্লিট ডিজাইন দেখা হচ্ছে। পোশাকের সঙ্গে একদম যৎসামান্য গয়ন✨া পরেছিলেন তিনি। গলায় ছিল কেবল একটি হার্ট শেপের হীরের পেন্ডেন্ট এবং একই শেপের কানের দুল পরেছিলেন তিনি।
মেকআপের জন্য তিনি ডার্ক আইব্রো, গোলাপি র✤ঙের লিপস্টিক, হালকা আইশ্যাডো এবং ডিউয়ি বেস রেখেছিলেন। তাঁর চোখে কাজল এবং পাতায় মাসকারা লাগানো ছিল। মাঝখানಞে সিঁথি করে চুল খোলা রেখেছিলেন তিনি।