সিরিজ: কেমিস্ট্রি মাসি
পরিচালক: সৌরভ চক্রবর্তী
অভিনয়ে: দেবশ্রী রায়, শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক
রেটিং: ৩.৬/৫
আজকাল অনেক বাবা মায়েরা ভাবেন সন্তানকে যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে চান্স পাওয়াতে হয় তাহলে কোনও নামী সংস্থায় ভর্তি করাতে হবেই হবে। তার জন্য বিপুল অর্থ ব্যয় করতে দুবার ভাবেন না। কিন্তু সেখানকার চাপ, সেই সংস্থাগুলোর ব্যবসার কಞালো রূপের কথা কতজন জানেন? সেসব কিছুই উঠে এল দেবশ্রী রায়ের প্রথম ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসিতে। কেমন হল এই সিরিজ?
কেমিস্ট্রি মাসির গল্প
এই সিরিজে দেখা যাচ্ছে সুচরিতা লাহিড়ি একজন গৃহবধূ যিনি অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন মাস্টার্সে। বর্তমানে স্বামী সুশোভন, ছেলে রিভু, বউমা মৌ এবং মেয়ে পুলুকে নিয়ে তাঁর সুখের সংসার। কিন্তু সে বরাবরই পড়াতে ভাল♚োবাসত। কী করে একসঙ্গে অনেক ছাত্রকে পড়ানো যায় এটা ভেবে ভেবে জেন জেডের দুই মক্কেলের সাহায্য ইউটিউব চ্যানেল খুলে বসেন। পড়াতে শুরু করে কেমিস♉্ট্রি তাও অভিনব কায়দায়। অল্প দিনেই বিখ্যাত হন। কিন্তু কেন তিনি একটি স্ক্যামে জড়িয়ে পড়েন, কীভাবে উদ্ধার পান সেটা নিয়েই এই সিরিজ। সঙ্গে জুড়ে গিয়েছে রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, এডুটেক এবং বিভিন্ন সংস্থার ব্যবসা, ষড়যন্ত্র। এছাড়া ছাত্র মৃত্যু তো আছেই।
আরও পড়ুন: সফল হতে রণবীরের ভরসা ম🙈ুকেশ আম্বানির কথা! বললেন, 'উনি আমায় বলেছেন𒁃 সাফল্যকে কখনই...'
কেমন লাগল এই সিরিজ?
সৌরভ চক্রবর্তীর এই সিরিজ যে বর্তমান সময়ের একটি জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলেছে, সেটার একটা রূপ তুলে ধরেছে সেটা বলাই বাহুল্য। বহুদিন পর পর্দায় ফিরে নজর কাড়লেন দেবশ্রী রায়। অন্যান্য চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শ্রেয়া ভট্টাচার্🏅য, সৌম্য মুখোপাধ্যায় যথাযথ। তবে বাকিদের তুলনায় ঋত্বিকা পাল যেন একটু কাটকাট।
গল্পের বুনন বেশ ভালো। প্রথম দিকে সুন্দর গতিতে গল্প এগিয়েছে। কিন্তু শেষদিকে গিয়ে যেন একটাই পর্বে সবটা একসঙ্গে দেখাতে গিয়ে একটু তাড়াহুড়ো করে ফেলেছেন পরিচালক। আরও একটা বা দুটো এপিসোড ব🎀াড়িয়ে যদি সবটা আরও একটু গতি কমিয়ে দেখানো যেত তাহলে ভালো হতো। কিন্তু মোটের উপর মন্দ তো নয়ই, বরং বেশ ভালো!
আরও পড়ুন: অক্ষয় নন, খিল💧াড়ির অফার প্রথম পান আরবাজ! প্রস্তাব ফেরানোর কারণ জানিয়ে ব𓂃ললেন, 'সময়টাই যেন...'
সিরিজের টাইটেল ট্র্যাক বেশ ไঅন্যরকম, ক্যꦉাচি। সবটা মিলিয়ে মোটের উপর বেশ ভালোই এই সিরিজ। এই উইকেন্ডে দেখে ফেলতেই পারেন দেবশ্রী রায়ের প্রথম ওয়েব সিরিজে কেমিস্ট্রি মাসি।