বাংলা ধারাবাহিক ‘ফেলনা’য় শিশুশিল্পী মেঘন চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টু-মিষ্টি হাসি, চোখের চাহুনিতে ভরা সারল্য জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে এবার আর মেঘনকে দেখা যাবে না ‘ফেলনা’তে। খুব শীঘ্রই তিনি বিদায় জানাবেন༺ স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিককে। তাঁর জায়গায় আসতে চলেছে নতুন মুখ। কেন এমন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা? জেনে নিন আসল কারণ।
‘ফেলনা’তে এবার তাকে রেখেই এগিয়ে গেল গল্প। ধারাবাহিক নিল ১০ বছরের জাম্প। আসলে এখন করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই এগিয়ে যেতে হল ‘ফেলনা’র ট্র্যাককেও। ছোট্ট ‘ফেলনা’ মেঘনের বদলে সিনে এন্ট্রি নিল কিশোরী ‘ফেলনা’ হিয়া দে। আর বিদায় নেওয়ার আগে সকলকে ধন্যবাদ জানাল মেঘন। তাকে ভালোবাসা ও আদর দেওয়ার জন্য আবেগঘন পোস্ট শেয়ার করল নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। এ꧒খন কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’-খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।
‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘন। সঙ্গে রয়েছে &nb✤sp;OTT-তে কাজ করার অভিজ্ঞতা। ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং হইচই অরিজিনালসের ‘নতুন গল্প হয়ে যাক’-এ কাজ করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেঘন জানিয়েছিল তাঁর বাবা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাব🐠া হাসপাতাল থেকে আসার পর সোশ্যাল মিডিয়ায় সে লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি।… Covid এর সঙ্গে কঠিন লড়াই জিতে, তুমি ফিরে এসেছো। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ…’! তবে, শেষ আর হল কই। ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।