৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে সিআইডি আজও একটা নস্টালজিয়া। নানা ধরনের কেস, সেগুলো সলভ করা, রোমহর্ষক নানা ঘটনায় সাজানো এই ধারাবাহিকটি অনেকেরই বেশ পছন্দের ছিল। ধারাবাহিক জনপ্রিয় হতেই, জনপ্রিয় হয় এই চরিত্রগুলোও। আর তাঁদেরই অন্যতম ছিলেন দীনেশ ফডনিশ। অর্থাৎ যাঁকে সবাই ফ্রেডরিকস বলেই চিনত। সেই জনপ্রিয় অভিনেতাই এদিন মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে চলে গেলেন। মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার দীনেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিআইডি ধারাবাহিকে🍒র দয়া অর্থাৎ দয়ানন্দ শেট্টি নিজে দীনেশ ফডনিশের মৃত্যুর খবর জান🧸িয়েছেন।
চলে গেলেন সিআইডির ফ্রেডরিকস
দয়ানন্দ এদিন দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,💃 'দীনেশ রাত ১২.০৮ এ মারা গিয়েছে। ওঁর একাধিক কমপ্লিকেশন দেখা দিয়েছিল। ভেন্টিলেটর থেকেও বের করে আনা হয় ওঁকে।' এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় মারা যান অভিনেতা। মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে তাঁর 🔯চিকিৎসা চলছিল বলেই জানা গিয়েছে। মঙ্গলবারই সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের♋ পাশেই💯 অনুরাগ! বললেন, 'আজকাল এদেশের লোকজন সহজেই রেগে যায়...'
আরও পড়ুন: অপরাজিতর পর লম্বা বিরতি,🎶 ব্যক্তিগত জীবনের ঝড়ের জন্যই কি বড় পর্দা থেকে দূরে ছিলেন জিতু?
কয়েকদিন আগেই খবর আসে যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন দীনেশ ফডনিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল রবিবার 🎃হার্ট অ্যাটাক হওয়ার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে দয়ানন্🗹দ জানান যে খবর রটেছে সেটা ভুল। আসলে দীনেশ দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন। তাঁর লিভার খারাপ হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত ১৯৯৮ সাল🔯ে প্রথমবার সম্প্রচারিত হয় সিআইডি। কুড়ি বছর ধরে এই ধারাবাহিকটি চলেছিল। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন দীনেশ। এছাড়া তাঁকে তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকেও দেখা গিয়েছিল। কেবল ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও কাজ করেছেন দীনেশ। তাঁকে সুপার ৩০, সারফারোস, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছিল।