নস্টালজিয়া উসকে আরও একবার꧟ টেলিভিশনের পর্দায় ফিরছে CID। দীর্ঘ ৬ বছর পর! শুক্রবার চ্যানেল কর্তৃপক্ষের তরফে CID-র একটা নতুন প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই টেলি দর্শকদের মধ্যে এই বিষয়টি নিয়ে উত্তেজনা তুঙ্গে। আগের মতোই এই শোতে থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য় শ্রীবাস্তব।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা প্রমোতে পুলিশের গাড়ি থেকে উত্তেজিত হয়ে নামতে দেখা যায় ACP প্রদ্যুম্ন ওরফে অভিনেতা শিবাজী সত্যমকে। দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তারমধ্যেই কালো ওভারকোট পরে ছাতা মাথায় গাড়ি থেকে নামলেন ACP প্রদ্যুম্ন। মুষলধারে বৃষ্টির মধ্যেই ছাতা হাতে নিয়ে দেখা মেলে অভিজিতের (আদিত্য শ্রীবাস্তব)। ক্যামেরা জুম করে দেখানো হয় তাঁর চোখ। এরই মাঝে CID শো থিমের আইকনিক হুইসেল বাজালে আরও বেশি উত্তেজনা তৈরি হয়। এই শো-এর অনুরাগীদের আরও নস্টালজিক করে তোলে। দেখে মনে হয় কোনও বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তের জন্যই ঘটনাস্থলে ജপৌঁছেছে টিম CID।
প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বেশ বোঝা যায় ভরপু💖র অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি। সবশেষে লেখা হয়, ক্যালেন্ডারে তারিখটি চিহ্নত করে রাখুন, ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডি-র নতুন প্রোমোয়। এই টিজার দেখেই বেশ উত্তেজিত হয়ে পড়েছেন জনপ্রিয় এই টেলি শোয়ের অনুরাগীরা। কমেন্ট সেকশনে এক নেটিজেন লিখছেন, ‘আমার প্রিয় শো’, কেউ লিখেছেন, ‘আবার শৈশব যেন আবারও একবার ফিরে এল’, কারোর মন্তব্য, ‘উত্তেজনার পারদ চড়ছে, শৈশবের স্মৃতি নিয়ে ফিরছে সিআইডি।’ কারোর কথায়, ‘আমি অনেকদিন ধরে প্রার্থনা করেছি, এই শো যেন আবারও টেলিভিশনের পর্দায় ফেরে, আর সেটাই ঘটছে।’ কেউ আবার লিখেছেন, ‘গায়ে আমার এখনই কাঁটা দিচ্ছে…।’ উঠে এসেছে আরও অসংখ্য মন্তব্য।
আরও পড়ুন𓆏-দিনক্ষণ সব পাক্কা, নতুন বছরেই সাতপাক ঘুরবেন শ্বেতা-রুবেল, বিয়েটা কবে?
১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডি-র সম্প্রচার। শেষ সম্প্রচার হয়েছিল ২০১৮ সালের ২৭ অক্টোবর মোট ১৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়েছিল। দীর্ঘ ২০ বছর সফলভ🍰াবে চলার পর কেন এই শো বন্ধ হয়েছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল শুরুর দিকে এই শো দেখা যেত রাত ১০টায়। পরে সময় বদলে এটি রাত ১০.৩০, পরে ১💫০. ৪৫ করা হয়।।