💃 দেবীপক্ষের সূচনা ঘটেছে। মহালয়ার পূণ্য প্রভাতে একদিকে যেমন রেডিয়োতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী না শুনলে হয় না। তেমনই ছোট পর্দায় বিভিন্ন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। আর সেই দিনের পরই জি বাংলার নবরূপে দেবী দুর্গা অনুষ্ঠানের বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়ে যায়।
কী ঘটেছে ?
🥃এদিন জি বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠান নবরূপে দেবী দুর্গায় দেবী চন্দ্রঘণ্টার রূপে দেখা গিয়েছিল মোহনা মাইতিকে। আর তাঁর অংশে শিবের সঙ্গে চন্দ্রঘণ্টার নাচের একটি অংশ ছিল। আর সেই অংশই এদিন ভাইরাল হয়েছে। প্রথমত দেব দেবীর নাচের ভঙ্গিমা, দ্বিতীয়ত গানের সুরের কারণে। গানটি একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এই গানের সঙ্গে শাহরুখ মাধুরীর দেবদাস ছবির কাহে ছেড় গানটির সুরে হুবহু মিল আছে। আর তাতেই মজা পেয়েছে দর্শকরা।
আরও পড়ুন: 𝔍সতীদাহের সময়েও ঢাক বাজিয়ে উৎসব হতো, দুর্গোৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য প্রখ্যাত চিকিৎসকের
কে কী বলছেন?
ꦿএক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'কেমন যেন চেনা চেনা লাগছে না গানটা! থাক মাথায় আর চাপ দিতে হবে না বলে দিচ্ছি, কাহে ছেড় ছেড় মোহে, দেবদাস মুভির গানের সাথে মিল আর নাচের স্টেপ সেটাও বলে দিচ্ছি আজ কি রাত স্ত্রী ২ ।' আরেকজন লেখেন 'কী ভয়ানক! ভাগ্যিস এসব দেখিনি! যারা নিজেদের সাধের ঘুম ত্যাগ করে এসব দেখতে উঠেছিল, তাদের সমবেদনা জানাই।' তৃতীয় জন লেখেন, '।' চতুর্থ জন লেখেন 'বাবা দেবীর কোমর দুলানো দেখে তো আমি পুরোই ফিদা। ধর্ম নিয়ে নোংরামি টা শুধুমাত্র হিন্দু ধর্মেই সম্ভব। অন্যান্য আর কোন সম্পদায়ের মধ্যে এটা দেখা যায় না।'
আরও পড়ুন: '⭕চৈতি ঘোষাল অভিযোগ করে', এক আকাশের নিচের সময়ও অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার