স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই সোজা কথা স্পষ্ট ভাবে। তিনি কখনই বিশেষ রাখঢাক করেননি কোনও বিষয়ে, সে তাঁর ব্যক্তিক সম্পর্ক হোক বা কোনও অন্যায়ের প্রতিবাদ। এদিন অভিনেত্রীকে যেমন একদিকে দেবের প্রশংসা করতে দেখা গেল তেমনই ট🍷লিউডে যেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ মহিলারা নিরাপদ নন, সকলকেই অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়েছে সেটাও সাফ ভাবে জানিয়ে দেন।
আরও পড়ুন: 'আগে জানলে এই পেশায় আসতাম না...' কেরালা স্টোরির পর জনপ🍬্রিয়তা তুঙ্গে, তাও হঠাৎ 💮কেন এমন বললেন আদা?
দেবকে নিয়ে কী বললেন স্বস্তিকা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান টেক্কা ছবিতে দেব দুর্ধর্ষ অভিনয় করেছেন। স্বস্তিকার কথায়, 'ওকে দেখে মনে হয়েছে ও আজন্ম এই কাজটাই করে আসছে। ওই বিল্ডিংয়ে কাজ করে। এত সুন্দর করেছে। আর এটাই তো হওয়া উচিত। যদি চরিত্রের মতো না লাগে কী করে হবে? এখানেই ও অনেকটা নম্বর পেয়ে বসে আছে বলে আমার মত। যেটা ভালো লাগে না সেটা যেমন বলি, যেটা ভালো লাগে সেটাও চিৎকার করে বলতে ইচ্ছে করে।' স্বস্তিকার বিশ্বাস যাঁরা অভিনেতা দেবকে পছন্দ করেন না, তাঁরাও টেক্কা দেখার পর তাঁর অভিনয়✱ের ফ্যান হবেন। মুগ্ধ হবেন। তবে দৃঢ় বিশ্বাস এই ছবিতে কাজ করতে গিয়ে দেব যা শিখেছেন সেটা তাঁকে অভিনেতা হিসেবে আরও উন্নত করতে সাহায্য করবে।
টলিউড নিয়ে কী বললেন স্বস্তিকা?
এদিন স্বস্তিকা সাফ কথায় জানিয়ে দেন টলিউডে এমন কোনও মহিলা নেই যাঁকে অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। তাঁর কথায়, 'আমার মনে হয় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি♈তে এমন একজনও মহিলা আছেন যিনি বলতে পারবেন তাঁকে কখনও কোনও অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। ১০০% পড়তে হয়েছে। কেউ হয়তো কারও সঙ্গে অসভ্যতা করে বুঝেছে এটা করা ঠিক হয়নি, ক্ষমা চেয়েছেন, বা মহিলাটির সম্মতি নেই। তারা সেখান থেকে সরে এসে কিন্তু আর এমন কাজ করেননি। আবার অরিন্দম শীলের মতো মানুষও আছেন যাঁর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। কিছু বছর আগে রূপাঞ্জনা অভিযোগ ꦜকরেছিল। আমার যখন ২০-২১ বছর বয়স, যখন এক আকাশের নিচে করছি তখন চৈতি ঘোষাল অভিযোগ করেছে, চান্দ্রেয়ী ঘোষ অভিযোগ করেছেন। তাই কারও বিরুদ্ধে বারংবার ২০-২২ বছর ধরে মহিলারা যদি বারবার অভিযোগ করেন তাহলে সবাই ভুল বা বাজে কথা বলছে সেটা হতে পারে না।'
আরও পড়ুন: সতীদাহের সময়েও ঢাক বাজিয়ে উৎসব হতো𒈔, দুর্গোৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য প্রখ্যাত চিকিৎসকের
আরও পড়ুন: হার্টে স্টেন্ট বসানোর পর কিছুটা সুস্থ রজনীকান্ত, হাসপা🏅তাল থেকে ফিরলেন বাড়ি
স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে টেক্কা ছবিতে দেখা যাবে। এই ছবিটি ৮ অক্টো꧑বর মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব, স্বস্তিকা, রুক্মিণী। পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়ের।