ভক্তদের থেকে প্রশংসা পেতে কোন তারকার না ভালো থাকে। তারকার কথা তো ছাড়ুন, আমি আপনিও যদি কোনও কাজের জন্য প্রশংসা পাই, মন ভালো হয় কিনা বলুন? হয় তো! তেমনই এবার কিছু ঘটল ভারতের বিখ্যাত কমেডিয়ান বীর দাসের সঙ্গে। তাঁর ভক্ত সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একটি বড় পোস্ট দেন। সেটাই তিনি আবেগতাড়িত হয়ে পোস♐্ট করেন।
বীর দাস ২০ মার্চ রাতে একটি টুইট করেন। সেখানে তাঁকে একটি স্ক্রিনশট পোস্ট করতে দেখা যায়। কী ছিল সেই পোস্টে? তাঁর এক ভক্তের মনের কথা। এই স্ক্রিনশট শেয়ার করে কমেডিয়ান লেখেন, 'ভক্তের থেকে এমন কিছু মেইল আপনাকে উদ্দেশ্য দেয়, গর্বিত বোধ করায়। মানুষকে হাসিয়েও যে তাঁদের মনে জায়গা করে নেওয়া যায় এগুলোই বোঝায🌠়। এটাই তেমন একটি। তাই শেয়ার করছি।' তিনি এতদূর লিখে ভক্তকে উত𒀰্তর দিয়ে লেখেন, 'আমি দুঃখিত আমি তো টাকা ফেরত দিতে পারব না, কিন্তু আপনি ধন্য হলাম।'
কী লিখেছিলেন তাঁর সেই ভক্ত? বীর দাসের ভক♈্তের সেই মেইল অনুযায়ী তিনি লেখেন, 'আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই থাকার জন্য আমাদের জন্য পারফর্ম করার জন্য। সম্প্রতি আমি ১৮ মার্চ ন্যাশভিলে আপনার শো দেখলাম। আমি এথেন্স থেকে ৫ ঘণ্টা গাড়ি চালিয়ে শো দেখতে গিয়েছিলাম, আমি তেমন পেইড লিভ পাই না (আসলে আমি পিএইচডির ছাত্র তাও খুব কম স্টাইপেন্ড পাই)। কিন্তু সেসব পুষিয়ে গিয়েছে আপনার শোয়ের প্রতিটা মিনিট দেখে। আপনি আমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করে আছেন কারণ ২০২১ সালে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আমার ফুসফুসের ৬০ শতাংশ নষ্ট হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। হরিয়ানার পালওয়ালের একটি স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় আমাকে। আমি মোটিভেশন পাচ্ছিলাম না বাঁচার, রোগের সঙ্গে লড়াই করার ইচ্ছে হারিয়ে ফেলেছিলাম, আমার অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল, অক💙্সিজেন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারছিলাম না আমি।' তিনি আরও লেখেন, 'আমার মনে আছে আইসিইউতে থাকার সপ্তম দিনে আমার ভাই আমাকে চমকে দিয়েছিল আপনার শোয়ের জুম টিকিট দিয়ে। আমার বাবা পিপিই কিট পরে এসে আমার ডিভাইস সেট করে দিয়েছিল যাতে আমি সেই শো দেখতে পাই। আমি হাসপাতালের পোশাক পরেই, আইভি নিতে নিতেই আপনার শো দেখি। ভীষণ আনন্দ পেয়েছিলাম। সেই শো আমাকে মোটিভেট করেছিল। আমি আপনার সমস্ত স্পেশাল শো দেখেছি, সিরিজ দেখেছি। সব কটাই আমার ভীষণ পছন্দের। কিন্তু তাও আমি আপনার থেকে মস্তিজাদের জন্য রিফান্ড চাই!'
কমেডিয়ানের এই পোস্ট ৮৬.৬ ভিউজ পেয়েছে, সঙ্গে ১,৪৬০ লাইক পেয়েছে। অনেকেই তাঁর এই টুইটটে নিজেদের মতামত জানিয়েছেন🥃। এক ব্যক্তি লেখেন, 'এটা গ্র্যামি, অস্কারের থেকে অনেক বেশি মূল্যবান।' আরেক ব্যক্তি ল♍েখেন, 'ভীষণ বিশেষ ফিলিং এটা।'