ভারতের অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শো হল ইন্ডিয়ান আইডল। এই 🌠টেলিভিশনে শোটি ব্যাপক সাফল্য অর্জন করেছে গত কয়েক বছরে। বর্তমানে চল❀ছে এটির ১৪ নম্বর সিজন। ৩ মার্চ রবিবার যার ফাইনাল।
৬ জন উঠেছেন ফাইনালে। গোটা সিজন জুড়েই কড়া টক্কর দিয়ে চলেছেন এরা একে-অপরকে। এই তালিকায় নাম রয়েছে ফরিদাবাদের ཧআদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, অঞ্জনা পদ্মনাভন বেঙ্গালুরু, বৈভব গুপ্তা কানপুর, পীযুশ পানওয়ার রাজস্থান। এদিন বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সোনু নিগমকে। এবছর বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু।
আরও পড়ুন: আজই নাচবেন, কবিতা বলবেন, রুটি বেলবেন মমতা! কখন টিভি চালাবেন ‘দিদি’কে দেখতে
ইন্ডিয়ান আইডল-এর প্রাক্তন বিচারক সোনু নিগম। গায়ক প্রতিশ্রুতি দিয়েছেন যে এক অবিষ্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকবেন দর্শকরা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ইন্ডিয়ান আইডলের এই সিজনের কিছু পর্ব 🍷দেখেছি। এই প্রতিযোগীদের জার্নি অসাধারণ ছিল। আমি ইন্ডিয়ান আইডলের সেরা ৬ প্রতিযোগীদের পারফরমেন্স ও তাঁদের মধ্যে সেরা-র ট্রফি হাতে নেওয়ার মুহূর্তের সাক্ষী থাকার জন্য অধীরে অপেক্ষা করছি। আমার কাছে এটি অনেকটা যেন বাড়িতে ফেরার মতো। প্রতিযোগিতায় তাঁরা (৬ প্রতিযোগী) এখন পর্যন্ত যে কটি গান গেয়েছে, তাতে ধরা পড়েছে সুরের প্রতি উৎসর্গ, আবেগ, এবং সংগীতেরꦆ জাদু।’
আরও পড়ুন: ৩ মাস জাপানে অনুপম-পত্নী প্রশ্মিতা! গান ছা꧟ড়াও রোজগার কী থেকে, জানান দাদাগিরিতে
ফাইনালিস্ট হিসেবে কলকাতার অনন্যা পাল, শুভদীপ দাস চৌধুরীকে নিয়ে আশায় 🍒বুক বেঁধেছে বাংলার মানুষ। আশা এবার অন্তত ট্রফি আসবে ঘরে। তবে সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কি না, তা জানতে একটু অপেক্ষা তো করতেই হবে।
ইন্ডিয়ান আইডলের ১৩-র ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল বাংলার। স্বপ্নভঙ্গ হয়েছিল তিন বাঙালি কন্যের। মেগা ফাইনালে পৌঁছেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয় দেবস্মিতা রায়, সোনাক্ষী কর ও বিদ🍃ী♍প্তা চক্রবর্তীর।
আরও পড়ুন: ‘আমায় একটা চুমু খাও’! বাসর রাতেই ৫৩-র কাঞ্চনের কাছে♒ আবদার ‘কচি বউ’ শ্রীময়ীর
খবর রটছে, ইন্ডিয়ান আইডল ১৪-র ট্রফি নাকি পাবেন অঞ্জনা পদ্মনাভন। এই কন🌠্যে মাত্র ১০ বছর বয়সে জিতেছিল 🗹ইন্ডিয়ান আইডল জুনিয়রের শিরোপা। তাই অনেকেই এগিয়ে রাখছেন বেঙ্গালুরুর এই মেয়েটিকে। সব উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার ভিতরে।