এ যেন ছিল রুমাল হল বেড়াল! ডক্টর অর্জুন দাশগুপ্ত পেশায় একজন♓ চিকিৎসক। কিন্তু তিনি ভালোবেসে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু তাও এর নেপথ্যে রয়েছে আরও একটি কারণ। সেটাই তিনি এদিন দাদাগিরি ১০ এর মঞ্চে এসে জানাবেন।
দাদাগিরি ১০ এর নতুন প্রোমো
এদিন জি বাংলার তরফে দাদাগিরি ১০ এর নতুন প্রোমো আনা হয়েছে। সেখানে দেখানো হয়েছে দাদাগিরি খেলতে এসেছেন ডক্টর অর্জুন দাশগুপ্ত। তাঁর বিষয়ে কথা বলতে গিয়ে সৌরভ এদিন বলেন, 'উনি পেশায় চিকিৎসক। কিন্তু উনি অভিনয় করেন। ইএনটির ডাক্তার উনি।' এরপর দাদা তাঁকে জিজ্ঞেস করেন, 'অভিনয় করা কেন?' উত্তরে ডক্টর অর্জুন দাশগুপ্🦋ত বলেন, 'নাক কান গলা তো দেখছিলামই। তখন বুঝতে পারি একটা সময় মনটাকেও ভালো রাখা জরুরি। সেই জন্যই অভিনয়ে আসা।' তিনি আরও বিস্তারিত ভাবে বলেন, 'মন ভালো রাখতে অভিনয় করি, সেই জন্যই ঘুরে বেড়ানো, সেই জন্যই খাওয়া দাওয়া।' এরপর তাঁর পড়াশোনার বিষয়ে জানতে চান সৌরভ। ডক্টর দাশগুপ্ত জানান, তিনি প্রথম সেন্ট লরেন্স স্কুল থেকে পড়াশোনা করেছেন। তারপর তিনি ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েন। এরপর বিদেশ চলে যান। সেখানেই ১২ বছর থাকেন।
আরও পড়ুন: 'ওর জন্যই অভিনেত্রী হিসেবে...' বিচ্ছেদের ব𓂃হু বছর পার, পরমের সঙ্গে 'সুখস্মৃতি' হাতড়ে কী বললেন স্বস্তিকা?
আরও পড়ুন: 'প্রতি ไসোমবাဣর আমরা একসঙ্গেই...' বিচ্ছেদ হলেও তিনি এবং আমির একই পরিবারের অংশ! দাবি কিরণের
এর এই ব্যক্তি জানান পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তাঁর বন্ধু, যিনিও কিনা একজন চিকিৎসক। তবে তিনি সিনেমা, সিরিয়া꧃ল নয় তিনি নাটকেই মূলত অভিনয় করেন। তাঁর একটি দল আছে। তবে টুকটাক ছবিতে কাজ 🙈করেন। ডক্টর দাশগুপ্তর কথা শুনে সৌরভ বলেন, 'হ্যাঁ অনেকেই এমন আছে যিনি আদতে চিকিৎসক, কিন্তু অভিনয়ের সঙ্গে যুক্ত। সিধু তো এখানে আসে আর জেতে। ও এলে ওকে কেউ হারাতে পারে না। দারুণ গানও গায়।'
আরও পড়ুন: গীতার সঙ্গে হিয়ার বাস্তবে এক 💟দারুণ মিল আছে! তবুও কেন আফসোস করে বললেন, 'এখন আর যদিও...'
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায়🔯 প্রতি শনি এবং রꦦবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।