অবশেষে হাজির সেই কাঙ্খিত দিন, শুক্রবার থেকে শুরু হচ্ছে দাদাগিরির ১০ নম্বর। সিরিয়ালপ্রেমী বাঙালি♒ও সব ভুলে ‘দাদাগিরি’ দেখতে বসে। এইবারও একগুচ্ছ নতুন চ♛মক নিয়ে জি বাংলার পর্দায় হাজির মহারাজ।
শুক্রবার এই গেম শো-এর গ্র্যান্ড ওপেনিং। আর খুব শিগগির দাদাগিরি-র মঞ্চে দেখা যাবে জি বাংলার দত্ত পরিবারকে। ‘নিম ফুলের মধু’র গোটা পরিবার দাদার সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে তৈরি। সেই ঝলক সামনে আনল জি বাংলা🅘র কর্তৃপক্ষ। যা দেখে হাসি থামছে না পর্ণর ভক্তদের। দাদাগিরি-র মঞ্চের সব লাইমলাইট কাড়লেন বাবুউ-র মা। তাঁর বিশ্ববিখ্যাত ‘বাবুউ’ ডাক অজানা নয় সৌরভের কাছেও। কৃষ্ণা দত্ত অর্থাৎ পর্ণার শাশুড়িকে দেখে সৌরভ বলেন, ‘বিখ্যাত বাবুউ-র মায়ের ডাক সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে’। হাসতে হাসতে লজ্জায় মুখ লুকালো পর্ণা, হেসেখুন সৃজনও।
দর্শকাসনে উপস্থিত এক বয়স্কা মহিলাকে সৌরভ জিজ্ঞাসা করেন, ‘আপনিও কি বাবুউ-র মা?’ জবাব আসে, ‘একদমই না। একে তো দেখলেই রাগ হয়ে যাচ্ছে’। মুখের উপর এমন অপমানজনক কথা শুনে খানিক অপ্রস্তুতে কৃষ্ণা দত্ত। তবু তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। পর মুহূর্তেই সৌরভকে পালটা প্রশ্ন করেন, ‘তুমি কতটা মায়ের বাবুউ’? প্রশ্ন শুনেই চোখ কপালে সৌরভের। মুচকি হাসলেন মহারাজ। কৃষ্ণা দত্তকে কী জবাব দেবেন দাদা? জানতে আগ্রহী সকলেই। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে ছেলেকে আদর করে বাবুউ বলে ডাকেন কৃষ্ণা। বিয়ের পরেও মায়ের আঁচল ছাড়তে🐼 পারেনি সৃজন, মায়ের কথাতেই উঠে-বসে সে। তাই কম সমালোচনার মুখে পড়ে না রুবেল অভিনীত চরিত্র।
শুক্রবার দিন দাদাগিরির-র গ্র্যান্ড ওপেনিং-এ হাজির থাকবেন ওস্তাদ আমজাদ আলি খান ও তাঁর দুই সুযোগ্য পুত্র আয়ান ও আমান। তাঁদের সেতারের সুর জমবে দাদাগিরির-র রং। ওস্তাদজি এবং সৌরভ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করবেন এF অনুষ্ঠানের। ওদিকে নন্দী সিটার্সরাও অংশগ্রহণ করবেন এই শো-এর গ্র্যান্ড ওপেনিং-এ। ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে’, এই বার্তা নিয়েই এবার শুরু হচ্ছে দাদাগিরি। প্রথম এপিসোডে অতিথি হিসাবে হাজির থাকবেন অভিনেꦓত্রী জিনিয়া তরফদার, সমাজ মাধ্যম প্রভাবী সমাপান𝔍 মিশ্ররা।
শুরুতে মনে করা হয়েছিল, পুজোর পর শুরু হবে ‘দাদাগিরি’, তবে তার আগেই নিজেদের তুরুপের তাস ঝুলি থেকে বার করল জি বাংলা কর্তৃপক্ষ। নাচে-গানে জমে উঠবে আসর। এই নিয়ে নবমবার ‘দাদাগিরি’র সঞ্চালক সৌরভ। এই শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে 𝓀জড়িয়ে রয়েছেন তিনি। একমাত্র ‘দাদাগিরি’র তিন নম্বর সিজন হোস্ট করেছিলেন মিঠুন, তা বিশেষ জনপ্রিয়তা পায়নি।