সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সম্পর্কের তিক্ততা নিয়ে মাস কয়েক আগে কম আলোচনা হয়নি। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ শেষে দু’জনে হাত মেলান💎নি। পরে সমাজমা🐠ধ্যমের পরস্পরকে অনুসরণ করা বন্ধ করে দেন তাঁরা। সেই নিয়ে বিতর্কে শেষ নেই। প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভের সঙ্গে প্রাক্তন অধিনায়ক বিরাটের মন কষাকষি নিয়ে আলোচনা জারি দীর্ঘদিন ধরেই। তবে অতীত ভুলে সামনে তাকাতেই ভালোবাসেন সৌরভ।
শনিবার রাতে বির🔜াট আর ধোনির প্রসঙ্গ দাদাগিরির মঞ্চে উঠতেই স্ট্রেট ব্যাটে খেললেন মহারাজ। এদিন জি বাংলার এই গেম শো-এর মঞ্চে হাজির হয়েছিলেন সোশ্য়াল মিডিয়ার তারকারা। প্রবাসী হিসাবে অংশ নিলেন মুম্বইয়ের জনপ্রিয় বিনোদন সাংবাদিক নয়নদীপ রক্ষিত। এদিন নয়নের প্রশ্নবাণে জর্জরিত সৌরভ। সাংবাদিক তাঁর কাছে জানতে চান, ‘আফটার পার্টির পর কাকে সামলাতে হয়?’ বেশ ভেবে চিন্তে হিন্দিতে সৌরভ ব♊লে উঠেন- ‘যুবি মাইন্ড মত করনা প্লিজ’। অর্থাৎ যুবরাজ সিং যে রীতিমতো পার্টি অ্যানিম্যাল তা স্বল্প কথায় বুঝিয়ে দিলেন সৌরভ।
এরপর সৌরভের কাছে জান🌄তে চাওয়া হয়, সচিন, ধোনি এবং বিরা♐টের কোন গুণটা সৌরভের কাছে নেই? অকপটে মহারাজ জবাব দেন, ‘সচিনের গ্রেটনেস (Greatness), বিরাটের অ্যাগ্রেসিভনেস (Aggressiveness) আর ধোনির কামনেস (Calmness)’। আর সৌরভের কোন কোয়ালিটি এই তিন তারকার কাছে নেই? দাদার চটপট জবাব, ‘অ্যাডজাস্টমেন্ট’। তর্ক-বিতর্ক ভুলে একথা অস্বীকার করার জো নেই তিনজনেই ভারতীয় ক্রিকেটের সম্পদ এবং অন্যতম সফল অধিনায়কও। সাফল্যের নিরিখে অধিনায়ক হিসাবে ধোনি বাকি দুজনের চেয়ে অবশ্য সামান্য এগিয়ে থাকবেন।
নয়নদীপের পরের প্রশ্ন ছিল, ‘যদি তুমি আবার জন্মাও, তাহলে কি হয়ে জন্মাতে চাইবে?’ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহারাজকীয় ভঙ্গিতে স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন সৌরভ। এক লাইনে জবাব দিলেন,💮 ‘ব্🐈যাটটা আবার দিস,বাঁ হাতে’। দাদার এই জবাব হাততালিতে ভরে গেল দাদাগিরি-র মঞ্চ। ক্রিকেট তাঁর প্রথম ভালোবাসা, সৌরভ পুর্নজন্মে বিশ্বাসী কিনা তা স্পষ্ট নয়। তবে সুযোগ পেলে আবারও ক্রিকেটার হয়েই জন্মাতে চান তিনি, বুঝিয়ে দিলেন এই লাইনের জবাবেই।
দাদাগিরি-র নতুন সিজনে কখনও লাভ෴গুরুর ভূমিকায় দেখা যাচ্ছে সৌরভকে, কখনও আবার ম্যাচ-মেকার তিনি। মাঝেমধ্য়েই নাচের স্টেপেও স্টেজ ক🥂াঁপাচ্ছেন সৌরভ। এক কথায় জমে উঠেছে দাদাগিরির ১০ নম্বর সিজন। আম জনতার চেয়ে বেশি তারকা প্রতিযোগিদেরই এবার বেশি দেখা যাচ্ছে দাদার মঞ্চে। চলতি সপ্তাহেও 'রাঙা বউ' পরিবার এবং সোশ্যাল মিডিয়া স্টারেরা মঞ্চ মাতাল।
♛বিগ বসের সঙ্গে যেমন সলমন খানের নাম ওতোপ্রোতভাবে জড়িয়ে, তেমনই বাঙালির কাছে দাদাগিরি আর সৌরভ গঙ্গোপাধ্যায় দুটো সমার্থক শব্দ। দাদাগিরির ১০টি সিজনের ৯টি-তেই সঞ্চালক হিসাবে দেখা মিলেছে সৌরভের। দাদার টানেই প্রতি সপ্তাহে জি বাংলার পর্দায় চোখ রাখছেন দর্শক। যদিও টিআরপি তালিকায় ক্রমশ নিম্নমুখী এই গেমশো, যা নিয়ে চিন্তায় ভাঁজ গোটা টিমের কপালে।