সবসময়ই শুনে হয়েছে তিনি রোগা-পটকা। মেদহীন চেহারা জন্য বেশকিছু অসুবিধে থাকলেও কম 🐽কটাক্ষের মুখে পড়েননি কাঞ্চন মল্লিক। কিন্তু তিনি সুপুরুষ, এমন কথা প্রকাশ্যে কাউকে বলতে শোনা যায়নি। এমনই অঘটন ঘটল দাদাগিরির মঞ্চে। তা ঘটালেন আবার ♑সৌরভ গঙ্গোপাধ্যায়।
হ্যাঁ, সৌরভ জানান কাঞ্চনকে 'দেখতে ভালো'। মহারাজের মুখে একথা শুনে ভিরমি খেলেন কমেডিয়ান নিজে। তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল দেখবার মতো! প্রধান ছবির একদফা প্রচার ‘দাদাগিরি’র মঞ্চে সেরে💛 গিয়েছেন দেব, সৌমিতৃষারা। কিন্তু দাদাগিরির সঙ্গে রয়েছে প্রধানের বিশেষ কানেকশন। কারণ এই শো-এর পরিচালক এখন অভিজিৎ সেন, যিনি ‘প্রধান’ পরিচালনা করেছেন। চলতি সপ্তাহে দাদাগিরি-র মঞ্চে আসছেন ‘প্রধান’ টিমের তরফে অনির্বাণ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত এবং কাঞ্চন মল্লিক। খেলার মাঝেই প্রশ্ন সূত্রে উঠে আসে ‘বিউটি পার্লার’-এর কথ।
ওমনি কাঞ্চন জানান, তিনি ৫ বছর♎ বিউটি পার্লারে চাকরি করেছেন। এ কথা শুনে হাসি চাপতে পারেনি সৌরভ। এরপর নিজেকে সামলে নিয়ে বলেন, ‘তাই তাঁকে এত ভালো দেখতে এখনও অবধি।’ সৌরভের কাছে নিজের রূপের প্রশংসা শুনে বিস্ফারিত চোখে দাদার দিকে তাকান। এররই শূন্যে দু-হাত তুলে লাফিয়ে উঠেন। কাঞ্চনকে বলতে শোনা গেল, ‘এই প্রথমবার…. এটা একবার লিখে একটা সই করে দেবেন তো দাদা’। বোঝাই গেল নিজের কানকে বিশ্বাস করতে পারেননি কাঞ্চন। তাই প্রম꧃াণ স্বরূপ দাদার থেকে স্বাক্ষর করিয়ে নিতে চান এই বক্তব্য।
একথা অনেকেরই অজানা, অভಞিনয় কেরিয়ার শুরুর আগে বিউটি পার্লারে কাজ করতেন কাঞ্চন মল্লিক। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো 'ඣঅপুর সংসার'-এসে নিজের মুখেই স্বীকার করেছিলেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক।
পার্লারের কী কী কাজ শিখেছি🐼লেন? শাশ্বত চট্টোপাধ্যায়ের সেই প্রশ্নে কাঞ্চন জানিয়েছিলেন, ‘ফেসিয়াল, মেহেন্দি, মাথার চুল আর ঝুলপির যে জায়গা কাটা কঠিন, আমি সেটা কাটতে জানি, এছাড়া ওয়াক্স করতেও জানি⭕’। কাঞ্চন আরও বলেছিলেন,'সেসময় একটা প্রসাধনী সংস্থা ওয়ার্কশপ করাতে এসেছিল, সেটা করেছিলাম, শিখে ছিলাম।'
গত কয়েক বছরে অভিনেতা-বিধায়ক কা♍ঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁ𒀰ড়া হয়নি। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ, শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নানান কানাঘুষো শোনা গিয়েছে। যদিও প্রকাশ্যে শ্রীময়ী জানিয়েছেন, তাঁদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। ওদিকে কাঞ্চন-বান্ধবী শ্রীময়ীর চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ হল সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা-য় ফিদা শ্রীময়ী।