দাদাগিরি ১০ অনেক সময়ই শিশুরা অংশ নেয়। তাদের নানা মজার মজার কথায় জমে ওঠে পর্ব। তবে এবার আর একক ভাবে তারা তাদের জেলার প্রতিনিধি☂ত্ব করবে না। বরং স্কুলের তরফে অংশ নিয়ে জোট বেঁধে খেলবে খুদেরা। একাধিক স্কুল এবার আসছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত শোতে।
আরও পড়ুন: ডিসলেক্সিয়ার পর এবার 𒁏��ডাউন সিনড্রোম, আবারও রোগ নিয়ে সচেতনতা ছড়াবেন আমির, আসছে সিতারে জমিন পর
দাদাগিরি ১০ -এ আসছে স্কুলের ছাত্র ছাত্রীরা
দাদাগিরি ১০ এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে হুগলির শ্রী চৈতন্য টেকনো স্কুল, বোলপুরের সেন্ট টেরেসা স্কুল, কাঁথির কাঁথি পাবলিক স্কুল, কলকাতার গভর্নমেন্ট স্পন্সরড মাল্টিপারপাস স্কুল টাকি হাউজ, বারাসাতের নার﷽ায়ন স্কুল এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল অংশ নেবে। আগামী শনিবার সম্প্রচারিত হবে এই পর্ব। সেখানে সৌরভ করা প্রশ্নে জমে উঠবে স্কুল বনাম স্কুলের লড়াই। তবে দেখার পালা এটাই যে জিতবে কারা।
আরও পড়ুন: ৯২ বছরে পঞ্চম বিয়ে করতে চলেছেন ফক্স নিউজে💫র কর্ণধার মার্ডক! পাত্রীর বয়স ক🍨ত জানেন?
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের রবি ফসল𝐆 নিয়ে প্রশ্ন করতে শোনা যায়। পরিশেষে তিনি বলেন 'দেখা যাক আজ কোন স্কুল আজ উজ্জ্বল করে তাঁদের স্কুলের নাম।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'অবশেষে একটা দুর্দান্ত পর্ব আসছে।' কেউ আবার লেখেন, 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে মানেই ওরাই জিতবে।' কেউ আবার পরা🍷মর্শ দিয়ে লেখেন, 'দাদাগিরি সিজন ১০ এর মঞ্চে কেন এখন আর সেলিব্রিটিদের দেখা যাচ্ছে না? প্রতি সপ্তাহে একদিন অন্তত সেলিব্রিটিদের দাদাগিরি দেখানো দরকার। না হলে দাদাগিরির টিআরপি ছয়ের খুব কম থাকে এবং টিআর পিখুব কমই থাকবে।'