সদ্য মা হয়েছেন শোভাবাজারের মেয়ে দেবিনা। সদ্যোজাতর একঝলকও ইতিমধ্যে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা গেলꩲ সদ্যোজাতকে ঘুম পাড়াতে বাংলায় গান ধরꩲেছেন অভিনেত্রী। মা-মেয়ের মিষ্টি সেই মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান গেয়ে গেয়ে সদ্যোজাতকে ঘুম পাড়াচ্ছে নতুন মা। তাঁর গলা﷽য় ‘এ মন ব্যাকুল যখন তখন’ শুনে মুগ্ধ বাংলার ভক্তরাও। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। একটি সাদা রঙের ওয়ানপিস পরে রয়েছেন তিনি। সাদা কাপড়ে মেয়েকে মুড়ে রেখেছেন। মাথায় গোলাপি টুপি।
ভিডিয়ো শেয়ার করে দেবিনা লিখেছেন, ‘বাঙালি মায়ের গলায় বাংলায় ঘুমপাড়ানি গ🔜ান। আজই আমি হয়তো মাতৃভাষার আসল অর্থ বুঝতে পারলাম।’
৩ এপ্রিল কন্যাসন্তানের মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ৪ এপ্রিল সে খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রীর পঞ্জাবি স্বামী গুরমিত চৌধুরি। লিখেছিলেন, ‘সবার আশীর্বাদে আমার একটি ফুটফুটে রাজকন্যেকে এনেছি এই দুনিয়ায়। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমাদের তরফ হতে।’ প্রসঙ্গত ওই একইদিনে 🐠ছেলে হয়েছে ভারতী আর হর্ষ♈ের।
দেবিনার ঘুম পাড়ানি গানের পোস্টে শুভেচ্ছার বন্যা। একজন লিখেছেন, ‘তোমার মুখে বাংলা শুনতে বরাবরই ভালো লাগে। আর এই গানটার মাধুর্যই যে🔯ন আলাদা’। আরেকজন লিখেছেন, ‘এই জন্যই বলে মা🐲-ই হল সন্তানের প্রথম শিক্ষক।’
এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করার সময় থেকেই প্রেম দেবিনা আর গুরমিতের। তখন ২০০৬। এর পাঁচ বছর পর ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। ঠিক ১১ বছরের মাথায় ঘর আলো করে এল খুদে।
‘গীত.. হুয়ি সবসে পরাই’, ‘পুনর্বিবাহ’র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন গুরমিত। ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-ꦗএর মতো ꦡসিনেমাতেও দেখা গিয়েছে। দেবিনা কাজ করেছেন ‘খামোশ’ ছবিতে। তবে আপাতত ব্লগিংয়ে মন দিয়েছেন।