বর্তমানে কলকাতায় এসেছেন বলিউডের জনপ্রিযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মা এবং দুই মেয়েকে নিয়ে শহরে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এসেছেন অভিনেত্রী। আর তার ফাঁকেই এদিন তাঁরা কলকাতার একটি চিড়িয়াখানায় বেড়াতে গেলেন। দেবিনা এদিন চিড়িয়াখানায় তাঁর দুই মেয়ে লিয়ানা এবং দিভিশাকে নিয়ে দারুণ মজা করে কাটান। সঙ্গে অভিনেত্রীর মাও ছিলেন।
কলকাতার চিড়িয়াখানায় দেবিনা বন্দ্যোপাধ্যায়
দুই যমজ মেয়ে লিয়ানা এবং দিভিশাকে নিয়ে কলকাতা বেড়াতে এসেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। আর তার ফাঁকে চিড়িয়াখানায় গিয়ে আলাদাই মজা পেয়েছে দুই খুদে। তাদের চোখে মুখেই সেই আনন্দ ধরা পড়েছে। অভিনেত্রীকে এদিন তাঁর দুই ম🧸েয়েকে নিয়ে চিড়িয়াখানার বিভিন্ন পশুদের দেখতে দেখা যায়।
আরও পড়ুন: 'কোনও ছবির কাস্টিং.♈..', সল꧂মন খানের নাম করে প্রতারণার টোপ! ভক্তদের সচেতন করে কী লিখলেন ভাইজান?
অভিনেত্রী এদিন তাঁর পোস্টে জানান, 'আমি প্রাথমিক ভাবে একটু স্ট্রেসড ছিলাম। আমরা আমার মাসির হোটেলের ঠিক পাশের একটি হোটেলে উঠেছি। লিয়ানা আসা থে🐻কেই খুব কাশছিল, কিন্তু কেন জানি না। আমি ওকে মধু এবং তুলসির একটি পাচন বানিয়ে খাইয়েছি। তারপর ও খানিকটা ঠিক হয়েছে।'
এরপর তিনি সেই ব্লগে আরও জানান যে তিনি তাঁর দুই মেয়েকে নানা শিক্ষামূলক অথচ মজাদার অভিজ্ঞতা দিতে চাইছিলেন। তাই চিড়িয়াখানায় নিয়ে যান এবং সেখানকার পশু পাখি দেখিয়ে ওদের বিষয়ে ♍নানা তথ্য জানাচ্ছিলাম। লিয়ানা দিভিশা দুজনেই যে সেখানকার পাখি, তাদের রং বেরঙের ডানা দেখে ভারী মজা পেয়েছে সেটাও জানান অভিনেত্রী। জলজ প্রাণীদের দেখেও তারা কতটা মজা পেয়েছেন এদিন সেটাও ভাগ করে নেন অভিনেত্রী। লিয়ানাকে নাকি তিনি এদিন পাখিদের নাম এবং ডাকের বিষয়েও প্রশ্ন করেছিলেন। যদিও এসব কিছুর মাঝে ঘুমিয়ে পড়েছিল ছোট্ট দিভিশা।
এদিন তাঁরা যে চিড়িয়াখান🍒ায় কেবল মজা করতে গিয়েছিলেন সেটাই নয়, একই সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটা সুন্দর আউটিং ছিল। তাঁদের নানা ছবিতে হাসতে, রাস🍸্তার ধারে বসে মজা করতে, ছবি তুলতে দেখা গিয়েছে। এদিন যে তাঁরা কেবল মজাই করেছেন সেটা নয়, একই সঙ্গে তাঁর মেয়েরা যে প্রকৃতির জন্য ভালোবাসার কথা বুঝেছে সেটাও জানান অভিনেত্রী।
আরও পড়ুন: ছয়দি൲নেই ১৩০ কোটি পার! মঙ্গলে ৭.৭৫ কোটি আয় করে মোট কত ঘরে তুলল হৃতিকের 'ফাইটার'?
দেবিনার দুই মেয়ে লিয়ানা এবং দিভিশা এদিন জিরাফ, জেব্রা, কুমি♍র, সহ অন্যান্য প্রাণীদের দেখেছে। বর্তমানে তাঁরা আরও কিছুদিন কলকাতাতেই থাকবেন বলে জানা গিয়েছে।