এবারের ফিফা বিশ্বকাপের ট্রফির উন্মোচন করেছেন দীপিকা🌌 পাড়ুকোন। রবিবার ১৮ ডিসেম্বর রাতে, দীপিকা এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকের ক্যাসিয়লাস এই ট্রফি কাতারের লুসেল স্টেডিয়ামে নিয়ে আসেন। এরপর পর্দা উন্মোচন করেন।
ফরাসি সংস্থা আন্তর্জাতিক ফ্য়াশন ব্র্যান্ড লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা। বছর ৩৬-এর অভিনেত্রী এ দিন ওই বিখ্যাত ব্র্যান্ডের পোশাক পরে ট্রফি উন্মো💝চন করেছেন। প্রথম ভারতীয় নারী, অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন দীপিকা। এই সম্মান নিঃসন্দেহে বিরাট বড়। তবে নায়িকার পোশাক নিয়ে সমালোচনার ঝড় নেটপাജড়ায়।
আরও পড়ুন: ভিড়ের মধ্যে এক ব্যক্তি জুতো ছুঁড়লেন সুপারস্টার দর্শনকে, উত্তাল দক্ষিণ ভারত
এদিন সাদা শার্ট, বাদামী ওভারকোট, কালো রঙা বেল্ট পরেছিলেন বলিউডের ‘মস্তানি’। এবং এরসঙ্গে একটি কালো 𓆉রঙা স্কার্ট। কোনওরকম জুয়েলারি পরেননি দীপিকা꧋। চুল টেনে বাঁধা ছিল। দীপিকার এই আউটফিটও লুই ভিতোঁ ডিজাইনার কালেকশনের। যদিও এটিকে ‘জঘন্য’ তকমা দিয়েছে নেটপাড়া।
ফ্যাশন লেবেল এবং দীপিকা উভয়েই উপস্থাপনার জন্য অভিনেত্রীর প্রস্তুতির সময়ের একটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করেছেন। ছোট্ট রিলে দীপিকা জানিয়েছেন, এই ইভেন্টের জন্য নির্বাচিত হওয়ায় তিনি নার্ভাস এবং একসঙ্গে কৃতজ্ঞ। অভিনেত্রীকে এক ধরণের ট্রফি ট্রাঙ্কে একটি ফুটবল এবং একটি অফিসিযꦑ়াল বইতে স্বাক্ষর করতে দেখা গিয়েছে।