মর্মান্তিক ঘটনা! বাইক পিষে দিল নবাগত, অল্পবয়সী ফিল্ম নির্মাতাকে। দুর্ঘটনাটি ঘটে গত শনিবার, (২৮ অক্টোবর) রাত ১০টা নাগাদ দক্ষিণ দিল্লিতে। পুলিশ জানিয়েছে, মৃত ওই তথ্যচিত্র নির্মাতার নাম পীযূষ পাল। ঘটনার ভিডিয়ো উঠে এসেছে CCTV ভিডিয়োতে। অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ আধ ঘণ্টা ধরে রাস্তাতেই পড়ে ছিলেন বছর ৩০-এর ওই ফিল্൲ম নির্মাতা।
CCTV ভিডিওটিতে দেখা যাচ্ছে, দ𒆙িল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে একটি ব্যস্ত রাস্তায় ওই চলচ্চিত্র নির্মাতা মোটরবাইক নিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন। আর তখনই তাঁর পিছন থেকে আসা আরও একটি বাইক পীযুষ পালের বাইককে ধাক্কা মারে। দুটি বাইকের সংঘর্ষে পিযুষ পালের মোটরবাইকটি ছিটকে পড়ে যায় এবং কয়েক মিটার রাস্তার উপর টেনে নিয়ে যেতে দেখা যায়।
পীযুষ পাল নামে ওই তথ্যচিত্র নির্মাতার বন্ধুর অভিযোগ, দীর্ঘ আধঘণ্টা ✱পীষুষ দিল্লির রাস্তাতেই পড়েছিলেন। আধঘণ্টা ঘরে রক্তপাত হয়েছে, কেউ তাঁকে উদ্ধারের জন্য আসেননি। পথচারীরা দেখার পরও কেউ সাহায্যের হাত বাড়াননি। উল্টে লোকজন এসে সেলফি তুলতে, ভিডিয়ো রে✃কর্ড করতে ব্যস্ত থাকেন। এমনকি পীযুষ পালের মোবাইল ফোন ও গো-প্রো ক্যামেরাও চুরি হয়েছে বলে জানান তিনি।
আরও পড়🐷ুন-শাশুড়ি মায়ের সঙ্গে মিলে 'কুমারী পুজো' করেছেন আলিয়া? ছবি ঘিরে জল্পনা…
পীযুষের বন্ধুর কথায়, ‘রাত ১০টা পর্যন্তও ওঁর মোবাইল ফোনটি বেজেছিল, কিন্তু পরে সেটা সুইচড অফ করে দেওয়া হয়। এমনকি গো-প্রো ক্যামেরা যেটা পীযুষ তাঁর কাজের জন্য ভিডিও রেকর্ড করতেন সেটিও হারিয়ে গেছে। আমরা কারও কাছ থেকে কোনও ক্ষতিপূরণ চাই না, আমরা কেবল বিচার🐓 চাই।’
এদিকে পুলিশ জানিয়েছে, তাঁরা চলচ্চিত্র নির্মাতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং পরে চিকিৎসা চলাকালীন পীযুষের মৃত্যু হয়।𝓰 জানা যাচ্ছে পীযুষ দিল্লির গুরুগ্রামের একজন ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করতেন এবং দক্ষিণ দিল্লির কালকাজিতে থাকতেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, পুলিশ বান্টি নামে অন্য বাইক মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করেছে।