আর মাত্র দিন চার পাঁচ বাকি। তারপরই আসবে খুশির ইদ। ২০২৪ সালের ইদের আগে গত ▨৫ এপ্রিল ছিল শেষ জুম্মাবার বা শুক্রবার। আর এদিন জুম্মায় একাধিক তৃণমূল প্রার্থীকে যোগ দিতে দেখা গেল। দেব, রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলꦯেন ইফতার পার্টিতে।
শেষ জুম্মার ইফতার পার্টিতে রচনা
রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে হুগলিতে জমিয়ে প্রচার সারছেন। এই গরমে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। ৫ এপ্রিল, শুক্রবারও ঠিক একই ভাবে তিনি হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় প্রচার সারেন। দিদি নম্বর ওয়ানকে দেখতে এদিন রাস্তার ধারে গরম উপেক্ষা করেও বহু মানুষ ভিড় জমান। তাঁদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁকে এদিন পথে হেঁটে নয়, বরং হুডখোল𓄧া জিপে করে প্রচ🧸ার করতে দেখা যায়। পরনে ছিল সবুজ চুড়িদার। ওড়নাটিকে তিনি মুসলিম মহিলাদের মতো মাথায় জড়িয়ে প্রচার করেন।
আরও পড়ুন: ফের করণের নিশানায় বলি🤪উড! ন♛াম না করে কার উদ্দেশ্য লিখলেন, ‘এটা বক্স অফিস, ইনস্টাগ্রাম রিল নয়’
এদিন প্রচারের পর দুপুরে দলীয় কর্মীদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবারও প্রচার সেরে পৌঁছে যান ঝুলোনিয়ার বড় মসজিদের সামনে চলা ইফতার পার্টিতে। সে𓂃খানে গিয়ে ইসলাম ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে বসে ফল খান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতা, বিধায়করা। বাঁশবেড়িয়ার উপ পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্রকে তাঁর সঙ্গে🤡 দেখা যায়।
ইফতার পার্টিতে দেব
অন্যদিকে এদিন পাঁশকুড়ায় ইফতার পার্টিতে যোগ দেন দেব। তাঁকে এদিন সেখানকার সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত একটি ইফতার পার্টিতে🥃 যোগ দিতে দেখা যায়। একটি গেস্ট হাউজে চলা এই পার্টিতে তিনি 🤡সেখানে উপস্থিত সকলের সঙ্গে হাসি মজায় যোগ দেন। পড়েন নামাজ। প্রসঙ্গত আগের দুইবারের মতো এবারেও ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেব ওরফে দীপক অধিকারী।