পুজো এবার জমজমাট। একসঙ্গে একাধিক বড় বড় ছবি মুক্তি পাচ্ছে পুজোর ঠিক মুখেই। আর সেগুলির অন্যতম হল ‘বাঘা যতীন’। ব্যোমকেশের পর এবার ‘বাঘা যতীন’ হয়ে পর্দায় ধরা দিতে চলেছেন দেব। ইতিমধ্যেই অরুণ রায় পরিচালিত এই ♕ছবিটির ট্রে💖লার মুক্তি পেয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান। রূপম ইসলামের কণ্ঠে ‘এই দেশ আমার’ মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে চলে এসেছে।
তবে, অন্যান্য সময়ের মতো এবার কিন্তু ‘বাঘা যতীন’ ছবির এই গান কোনও নাম করা হল, শীততাপ নিয়ন্ত্রিত বা আলিশান মল, কিংবা কোনও🍨 বদ্ধ জায়গায় মুক্তি পায়নি। বরং আম জনতার সামনে দক্ষিণ কলকাতার পাটুলির রাস্তায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে এটি। আর এই অনুষ্ঠানে হাজির ছিল ‘বাঘা যতীন’ ছবির গোটা টিম।
ছবির ন𝔉াম দেখেই স্পষ্ট এখানে বিপ্লবী ‘বাঘা যতীন’-এর লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। ফুটে উঠবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ছবি। দেশকে স্বাধীন করতে বিপ্লবীদের কী কী করতে হয়েছিল, কীসের সম্মুখীন হতে হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে 🦂এই ছবিতে। আর তারই কিছু ঝলক ধরা পড়ল ছবির এই গান এবং সেই গানের কথায়।
আরও পড়ুন: 'গডফাদার ছাড়াও কঠোর পরিশ্রম করল🌺ে সফলতা আসে', পর্দার 🌸ইন্দুবালা হওয়ার গল্প বললেন সৃজা
আরও পড়ুন: উস্কোখুস্কো চুল,💙 একমুখ দাঁড়ি, সারা মুখে দগদগে ক্ꩵষত! এ কেমন চেহারা দেবের…