বান্ধবী রুক্মিণীকে নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন তারকা সাংসদ দেব। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিদেশ থেকেই সামিল হন টলি তারকা। আলোচনা-সমালোচনার মাঝে বুধবারই নায়কের দেশে ফেরার খবর সামনে আসে। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতেই মিলল 🐻দুঃসংবাদ। অসুস্থ দেবের বাবা গুরুপদ অধিকারী। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রযোজক।
আর জি কর কাণ্ডের মাঝেই সৌদি সফরের ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা। তাঁর দায়িত্ব জ্ঞানহীনতা নিয়েও সওয়াল করেছেন নিন্দকরা, তবে পালটা জবাব দেননি দেব। এর মাঝেই পরিবারে মিলল দুঃসংবাদ। এদিন কালো🐓 টিশার্ট আর টুপি মাথায় হাসপাতালে ঢুকতে দেখা যায় দেবকে। দেবের সঙ্গে ছিলেন তাঁর আপ্ত সহায়কও। দেবের বাবার অসুস্থতার খবর, হিন্দুস্তান টাইমস বাংলাকে নিশ্চিত করেন দেবের ম্যানেজার।
আর জি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে𓃲ও সেভাবে সোচ্চার হননি তৃণমূল সাংসদ। যদিও নিজের আসন্ন ছবি খাদানের টিজার লঞ্চ অবশ্য পিছিয়ে দেন প্রযোজক-অভিনেতা। সেই সময় বিবৃতি দিয়ে জানান, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ানক আরজি কর ঘটনার জন্য আমরা সকলে অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ। এই ধরণের নক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গোটা টিম একসঙ্গে রয়েছি। সেই কারণেই খাদানের টিজার রিলিজের তারিখ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এর বাইরে আর কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় দেবকে কম তুলোধনা করেনি নেটিজেনরা। এমনকী তাঁকে ’ভুয়ো নায়ক' কিংবা চটিচাটা বলতেও পিছপা হননি।
প্রসঙ্গত, দে❀ব এন্টারটেনমেন্ট প্রোডাকশনের মাথা দেবের বাবা গুরুপদ অধিকারী। একটা সময় মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং সার্ভিসের কাজ করতেন দেবের বাবা। কষ্টার্জিত টাকায় ছেলেকে ইঞ্জিয়ার বানান। তবে ছোট থেকে ফিল্মের সেটে যাতায়াত ছিল দেবের। নায়ক হতে চেয়েছিলেন তিনি। সেইমতোই কলকাতায় এসে স্ট্রাগল শুরু করেন দেব। বাবা-মা'র স্বপ্ন সফল করে এখন টলিউডের সুপারস্টার তিনি। একইসঙ্গে সফল রাজনীতিকও। তিনবারের জয়ী সাংসদ দেব।