♓দিদি নম্বর ওয়ানে এদিন খেলতেꦐ এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। ছিলেন দিয়া চক্রবর্তী, অলিভিয়া সরকার, ঐন্দ্রিলা, প্রমুখ। আর এখানে খেলতে এসেই নিজেদের বন্ধুত্বের বিষয়ে এক অজানা কথা ফাঁস করলেন দিয়া চক্রবর্তী।
দিদি নম্বর ওয়ানে দিয়া চক্রবর্তী এবং সোনালিসা দাস
দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসে এক 𒁏অজানা কথা জানালেন দিয়া চক্রবর্তী। তাঁর এবং অভিনেত্রী সোনালিসা দাসের বন্ধুত্বের বিষয়ে এক অজানা কথাও ফাঁস করে দিলেন দিদির মঞ্চে।
আরও পড়ুন: অবৈধ সম্পর্কের বিতর্ক কাটিয়ে ফের কাছাকাছি বಌুবলি - শাকিব? 'ফ্ল্যাশব্যাক' - এ গিয়ে বললে💖ন, 'একই পরিবারের তাই...'
আরও পড়ুন: অপ♊েক🍨্ষার অবসান! আসছে টাইগার ভার্সেস পাঠান, কবে থেকে শ্যুট শুরু করছেন শাহরুখ - সলমন?
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করতে গিয়ে দিয়া বলেন, 'আমি তো এখানে একা থাকি। তাই সোনালিসা পুরোপুরি আমার মায়ের জায়গা নিয়ে নিয়েছে। শাসন খুব একটা করে 🍎না। কিন্তু ও আমাকে নিয়ে খুবই পসেসিভ।' এরপর তিনি আরও বলেন, 'আসলে আগে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আমার আলাপ। সেই সূত্রের ওর সঙ্গে বন্ধুত্ব। এখানে একা থাকি বলে খুব একটা রান্না করি না। পারি কিন্তু করি না, ল্যাদ লাগে। তাই অধিকাংশ দিনেই আমি ওদের বাড়ি খাই।'
দিয়ার এই কথা শুনে সোনালিসা বলেন, 'হ্যাঁ, আমি তো ওকে ফোন করে জিজ্ঞেস করি, দিয়া দি খেয়েছ? না বললেই বলি চলে এসো আমরা না খেয়ে বসে আছি।' দিয়া তাতে সম্মতি দিয়ে বলেন, 'আমার ছুটি থাকলে ভাবতে হয় না আমি কী খাব না খাব। আমি জানি ওদের বাড়ি চলে যাব, ওখানেই খাব।' এ✃টা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় হেসে ফেলেন অন্যান্যরাও। রচনা পরিশেষে বলেন, 'তুই এখন জেনে গিয়েছিস যে তোর আর চিন্তা নেই। তোর খাবার রাখাই আছে। গেলেই ༒পাব।'
আরও পড়ুন: অপেক্ষার অবসান, ম🀅ার্চেই ছাদনাতলায় যাচ্ছ𒁏েন কৃতি-পুলকিত, তারিখ কবে পাকা হল?
আরও পড়ুন: শাহরুখের থেকে ঘুষ নেওয়ার মামলায় ১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা হবে না সমীর ওয়াংখেড়েকে, হাইকো𒀰র্টকে জানাল ইডি
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আট🍸টা থেকে দেখা যায় এই শো।