২০০১ সালে বলিউড🌳ে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহাতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সইফ আলি খান এবং অক্ষয় খন্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল সিনেপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার করেছে সেই ছবি।
২০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি একটি সাক্ষাত্কারে গোপন তথ্য ফাঁস করেন ফারহান আখতার। তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘দ🅺িল চাহাতা হ্যায়’। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমি প্রথম যখন দিল চাহতা হ্যায়-এর গল্প লেখা শুরু করি; তখন তিন বন্ধুর চরিত্রে অক্ষয় খান্না, হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চনকেে নেওয়ার ইচ্ছা ছিল। সবে সবে হৃত্বিক আর অভিষেকের ডেবিউ হয়েছে। চরিত্রের বয়সের সঙ্গে ওদের বয়স পুরোপুরি মিলে যাচ্ছিল'।
তাঁর কথায়, 'ছবির প্রস্তাব নিয়ে সবা♈র আগে আমি অক্ষয়ের কাছে যাই। শুনে তৎক্ষনাত রাজি হয়ে যায় সে। আমির যে চরিত্র করেছিল, আমি সেই চরিত্রটি নিয়ে অক্ষয়ের কাছে গিয়েছিলাম। হৃত্বিককে ভেবেছিলাম সমীরের চরিত্রে এবং অভিষেককে ভেবেছিলাম সিড-এর চরিত্রে।’
পাশাপাশি ফারহান আরও জানান, ‘প্রথমেই যখন অক্ষয় রাজি হয়ে যায়, আꩲমার মনে হয়❀েছিল, ছবি বানানো তো খুব সহজ কাজ! বাকি দু’জন আমার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। ফলে ওদের সঙ্গে কাজ করার মজাই আলাদা হবে। তবে আমি ভেবেছিলাম এক আর হল আরেক।’
দিল চাহতা হ্যায় ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় কমেডি-ড্রামা। যেখানে আমির খান, সাইফ আলি খান, প্রীতি জিন্টা, অক্ষয় খান্না, সোনালী কুলকার্নী এবং ডিম্পল কাপাডিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ছবিটি ফারহান আখতারের লেখা এবং প💯রিচালনায় প্রথম কাজ। মুম্বই এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ছবির শ্যুটিং হয়। তিন তরুণ বন্ধু আকাশ, সমীর এবং সিদ্ধার্থর জীবন কাহিনী নিয়ে ছবির গল্প। সেই বছরই সেরা হিন্দি ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল এই ছবি।