বাংলার তাপমাত্রা উর্ধ্বমুখী। পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। দিল্লির মস🦩নদ দখলের লড়াইয়ে জমে উঠেছে লড়াই। ২০২৪-এর ফাইনাল রাউন্ডের মোকাবিলা শুরুর আগে জোরকদমে প্রচারে ব্যস্ত সব দলই। ঘাটাল থেকে হ্যাটট্রিকের জন্য লড়ছেন দেব। টলিউডের এই সুপারস্টারেই আস💝্থা রেখেছেন মমতা।
ღরবিবারই দেবের সমর্থনে ঘাটালে জনসভা😼 করেন 'তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় উপচে পড়েছে ভিড়। তার পরদিনই তৃণমূলের দু-বারের জয়ী তারকা সাংসদকে একহাত নিলেন বিজেপির দিলীপ ঘোষ। নিজের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদের বেশি এদিন দেবকেই নিশানা করলেন দিলীপবাবু। সংসদে দেবের উপস্থিতির হার নিয়ে সওয়াল করলেন। পাশাপাশি দেবকে ‘পার্টটাইম পলিটিশিয়ান’ বলেও তুলোধনা করলেন দিলীপ ঘোষ।
এদিন দুর্গাপুরের ফুলঝোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ। বিজেপির পোড়খাওয়া নেতাকে এদিন পড়তে হয় বিক্ষোভের মুখেও। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে চেনা মেজাজে বক্তব্য রাখলেন দিলীপবাবু। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে মেদিনীপুর বিদায়ী সাংসদ বলেন , ‘দেব পার্টটাইম পলিটিশিয়ান। ফুলটাইম অ্য🐬াক্টর। তাই ব্যালান্স করতে অসুবিধা হচ্ছে।’ এখানেই থেমে থাকেননি তিনি, এবার নিজের পরিচিত জোন থেকে বেরিয়ে অভিনয় নিয়ে দেবকে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেন ‘অ্যাক্টিং ভালো করে করুন। ♏গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন। বাংলা সিনেমা আপনারা বাঁচান। আমরা বাংলা বাঁচাচ্ছি।’
এই ব্যাপারে এখনও কোনওরকম টুঁ শব্দটিও করেননি দেব। বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী অভিনেতা। কোনওরকম কাদা ছোঁড়াছুড়িতে আস্থা নেই তাঁর। এইবার ভোটের লড়াইয়ে দেবের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি হিরণ। খড়গᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপুরের বিধায়ককেই দেবের যোগ্য প্রতিপক্ষ বলে মনে করেছেন মোদী-অমিত শাহরা। শুরু থেকেই দেবকে একের পর এক ইস্যুতে বিঁধেছেন হিরণ। কখনও গোরু পাচার কাণ্ডে তো কখনও ইডির তলব নিয়ে, তবে হিরণের নামে কোনওরকম পালটা আক্রমণ করেননি দেব।
⭕হিরণের কটাক্ষ নিয়ে দেবের জবাব, 'আমার ꩵসৌজন্যকে দুর্বলতা যেন না ভাবে। হিরণ বারবার আমাকে যেভাবে আক্রমণ করছে তাতে এভাবে ঘাটালে কোনও দিন জিততে পারবে না। এত নীচে নেমে ভোটে জেতা যায় না। এখানে জিততে গেলে ভালোবাসা দিয়েই জিততে হবে।'
গত দেড় দশক ধরে টলিউডের সবচেয়ে সফর হিরোর তালিকায় একদম উপরের দিকে থাকবে দেবের নাম। অভিনেতার শেষ ছবি ‘প্রধান’ ব্লকবাস্টার, বক্স অফিসে ১০০ দিন পূর্ণ করেছে। টলিউডের ইতিহাসের সবচেয়ে সফর ছবির প্রথম দুটোর পাশেই জ্বলজ্বল করে দেবের নাম। সাম্প্রতিক সময়ে ‘প্র✱জাপতি’, ‘টনিক’, ‘বাঘাযতীন’-এর মতো ছবি রয়েছে দেবের ঝুলিতে। তারপরেও দেব ‘গলায় পা দিয়ে বাংলা সিনেমা ডুবিয়েছেন…’, দিলীপ ঘোষের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত তার উত্তর দর্শক ভালোভাবেই জানেন।