পরনে কালো কুর্তা, নিচে পাঞ্জাবি স্টাইলে পরা ধুতির মতো পোশাক, মাথায় পাগড়ি, কানে দুল। এক্কেবারেই পাঞ্জাবি স্টাইলেই মঞ্চে উঠেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তাঁকে দেখা⛦র জন্য, গান শোনার জন্য তখন উপচে পড়ছিল ভিড়। দিলজিৎ একবার অনুরাগী, দর্শকদের সঙ্গে হাত মেলানোর জন্য মঞ্চ থেকে নেমেও এলেন। তাঁদের দেখে, একটি বার ছোঁয়া🌌র জন্য তখনব হাত বাড়িয়ে দিলেন বহু তরুণী।
যে কেউ এই ভিডিয়ো দেখলে হয়ত ভাববেন পাঞ্জাবি এই গায়ক হয়ত দেশের মাটিতেই অনুষ্ঠান করছেন। কিন্তু অনুষ্ঠানস্থল ভারত নয়, ছিল ব্রিটেন। বর্তমানে দেশ ছাড়িয়ে দিলজিতের জনপ্রিয়তা পৌঁছেছিল বিদেশের মাটিতেও। আমেরিকা, কানাডা থেকে UK, দিলজিতের শো হলেই দর্শকাসন আর ফাঁকা থাকছে না। ব্রিটেনে দিলজিতের অনুষ্ঠানের 𒅌বেশকিছু ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
আরও পড়ুন⛦-দিন ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে গিয়েছ🌞িল, মিঠুন দাদাসাহেব ফালকে জেতায় কী বললেন মমতা শঙ্কর?
আবার দিলজিৎ নিজেও নিজের ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে এক মহিলা অনুরাগীকে মঞ্চে ডেকে জুতো উপহার দিতে দেখা যাচ্ছে দিলজিৎকে। গায়ক তাঁকে জিগ্গেস করলেন কোথা থেকে এসে💛ছেন? উত্তর এল পাকিস্তান। আর তখনই দিলজিৎ বললেন, ‘হিন্দুস্তান-পাকিস্তান, আমার জন্য সবকিছু সমান। পাঞ্জাবিদের হৃদয়ে প্রত্যেকের জন্য ভালবাসা রয়েছে। এই সীমানা তৈরি করেছে শুধু মাত্র রাজনীতিবিদরা, কিন্তু আমাদের জন্য বিশেষত যাঁরা পাঞ্জাবি🐟 ভাষায় কথা বলেন, প্রত্যেক ব্যক্তিই সমান। সকলকে ভালোবাসি।’
দিলজিৎ ফের বলেন, ‘আমার দেশ ভারত থেকে যাঁরা এসেছেন তাঁদেরকে স্বাগ൲ত, আবার যাঁরা পাকিস্তান থেকে এখানে এসেছেন, তাঁদেরও স্বাগত!’ এই ভিডিয়ো দেখে বর্ডার-২ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট♓িজেনরা।
প্রসঙ্গত, বিদেশ সফর শেষে দিলজিৎ চলতি অক্টোবরে নিজের দেশে সফর শুরু করবেন। 🐼চলতি বছরের ২৬ অক্টোবর দি🎐ল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে এই সফর। দিল্লির পর হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে চলবে এই সফর।
এদিকে শুধু গানই নয়, সিনেমার ক্ষেত্রে দিলজিৎ-এর নাম সম্প্রতি বর্ডার ২-এর কাস্টিংয়েও ঘোষণা করা হয়েছে। য়েখানে সানি দেওল এবং বরুণ ধাওয়ানও♒ রয়েছেন। সিক্যুয়🅰ালটি লঙ্গেওয়ালার যুদ্ধের পটভূমিতে সেট করা হবে বলে জানা গেছে, নভেম্বরে শ্যুটিং শুরুর কথা রয়েছে ছবিটির।