রামানন্দ সাগরের টিভি শো 'রামায়ণ'-এ দেবী সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। এখন সেই একই মহাকাব🐼্যের উপর ভিত্তি করে আসছে রণবীর কাপুরের নতুন ছবি। সেই ছবি সম্পর্কেই নিজের মতামত শেয়ার করে নেন দীপিকা চিখলিয়া। নায়িকা জানান, যে তিনি রামায়ণের এই নতুন উপস্থাপনা সম্পর্কে খুব একটা উৎসাহী নন।
ইন্ডিয়া টুডে-কে দেꦐওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, যে নতুন করে রামায়ণ তৈরির করা উচিত নয়, কারণ পুরানো রামায়ণ যেভাবে তৈরি হয়েছিল, আর তা সকলের মনে যে ভাবে জায়গা করে নিয়েছে সেখানে এটি নতুন করে করার আর কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: ভোটে 💝জিতেই তথাগতর বাড়িতে মিষ্টি পাঠাতে চান সায়নী! কীসের ইঙ্গিত দিলেন তিনি?
তিনি বলেন, " বারবার এত রকমের রামায়ণ তৈরি করে দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতবার রামায়ণ তৈরি করা উচিত নয়, কারণ প্রতিবারের মতো এবারেও এটিতে নতুন কিছু করার চেষ্টা করা হবে, আর সেটা করতে গিয়ে এটি একটি নতুন গল্প, একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ধরা দেবে। তার একেবারে নতুন একটা চেহারা তৈরি হবে।" এই প্রসঙ্গে তিনি 'আদিপুরুষ'-এর কথা বলেন। সেখানে সইফ আলি খানেꦿর লুক, অর্থাৎ রাবণের মাথার বিন্যাস, কৃতি শ্যানন গোলাপী রঙের সাটিন শাড়ি ইত্যাদির উদাহরণ তুলে ধরেন। 'আদিপুরুষ' প্রসঙ্গে পর্দার সীতা বলেন, "এইসব কিছু করতে গিয়ে রামায়নের ভক্তিরস বিঘ্নিত𝐆 হয়, এই মহাকাব্যের যে মূল যে ভাব তাও যথেষ্ঠ নষ্ট হয়।"
আরও পড়ুন: Sony, CNN-সহ একাধไিক সংস্থা-ব্যক্তির তথ্য চুরি করে হ্যাকারদের দি൩চ্ছে TikTok?
তাঁর মতে কোনও ধর্মীয় গ্রন্থে এইভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি মনে করেন, রামায়ণ ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক গল্প রয়েছে সেইগুলি নিয়ে কাজ করা যেতে পারে। নতুন নতুন গল্প বলা যেতে পারে। দীপিকা নির্মাতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "আমি মনে করি যে আবার রামায়ণ করা উচিত হচ্ছে না। এটিকে নিজের মতো থাকতে দিন। শুধু একটাই অনুরোধ রামায়ণ নিয়ে এত কাটা ছেঁড়া করবেন না। রামায়ণ ছাড়াও আপনি অনে𒆙ক গল্প বলতে পারেন। অনেক মুক্তিযোদ্ধার গল্প এখনও বলা বাকি, সেগুলি নিয়ে কাজ করুন। আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস তো কম নয়, সেখানে কত কত বীর রয়েছেন, তাঁদের বীরত্বের গল্প বলতে পারেন না?